• facebook
  • twitter
Friday, 19 December, 2025

২৫ শীর্ষ কোম্পানির সঙ্গে বৈঠকে ৬৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পেলেন যোগী

ডব্লিউএমজি গ্রুপের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে একাধিক সিইও, সিএফও ও পরিচালক উপস্থিত ছিলেন

উত্তরপ্রদেশে শিল্পায়ন ও বিনিয়োগের নতুন দিগন্ত খুলে গেল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি দেশের ও বিদেশের ২৫টি প্রথম সারির কোম্পানির ৪৫ জন পদস্থ কর্তার সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন। ডব্লিউএমজি গ্রুপের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে একাধিক সিইও, সিএফও ও পরিচালক উপস্থিত ছিলেন। বৈঠকে উত্তরপ্রদেশের শিল্পবান্ধব পরিবেশ, পরিকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাজ্যের স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও উন্নত আইন-শৃঙ্খলার উপর আস্থা রেখে শিল্পপতিরা প্রায় ৬৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন। এই বিনিয়োগ মূলত উৎপাদন শিল্প, সবুজ শক্তি, বায়ো-রিফাইনারি, ওষুধ শিল্প এবং খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে হতে চলেছে। সরকারের দাবি, এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যে লক্ষাধিক প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

Advertisement

বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে উত্তরপ্রদেশের ভাবমূর্তি সম্পূর্ণ বদলে গিয়েছে। এক সময় যে পিছিয়ে পড়া রাজ্যের তালিকায় ছিল উত্তরপ্রদেশ, আজ তা উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, উত্তরপ্রদেশে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ। ২০১৭ সালের আগে রাজ্যে দাঙ্গা, কার্ফু এবং মাফিয়ার দাপট থাকলেও কঠোর প্রশাসনিক পদক্ষেপে সেই পরিস্থিতির অবসান ঘটেছে। গত সাড়ে আট বছরে রাজ্যে কোনও দাঙ্গা বা কার্ফু হয়নি বলেও দাবি করেন তিনি।

Advertisement

পরিকাঠামোগত উন্নয়নের খতিয়ান তুলে ধরে যোগী আদিত্যনাথ জানান, দেশের মোট এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কের প্রায় ৫৫ শতাংশ উত্তরপ্রদেশে গড়ে উঠেছে। রাজ্যে বর্তমানে পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর, দেশের বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং উন্নত লজিস্টিক পরিকাঠামো রয়েছে। তিনি আরও জানান, ২০১৮ সালের ইনভেস্টর সামিটে যেখানে ৪.৬৭ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছিল, ২০২৩ সালের গ্লোবাল ইনভেস্টর সামিটে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০ লক্ষ কোটি টাকায়।

শিল্পপতিদের রাজ্যে এসে নিজে পরিকাঠামো ও শিল্পবান্ধব পরিবেশ ঘুরে দেখার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে ‘বিকশিত উত্তরপ্রদেশ’ অপরিহার্য। আর সেই যাত্রায় বিনিয়োগকারীদের অংশীদার হতে আহ্বান জানান তিনি।

Advertisement