• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পারফরম্যান্সের দিক থেকে সেরা মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথ, তৃতীয় মমতা

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম মুড অফ দ্য নেশন সমীক্ষা অনুযায়ী পারফরম্যান্সের নিরিখে ফের দেশের সেরা মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথ।

যোগী আদিত্যনাথ (File Photo: IANS)

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম মুড অফ দ্য নেশন সমীক্ষা অনুযায়ী পারফরম্যান্সের নিরিখে ফের দেশের সেরা মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথ। এই মুহূর্তে দেশের প্রায় ২৫ শতাংশ মানুষ মনে করছেন মুখ্যমন্ত্রী হিসেবে যােগী আদিত্যনাথই সবার চেয়ে ভাল পারফর্ম করেছেন। 

সমীক্ষা অনুযায়ী, পারফরম্যান্সের নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় স্থানে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

Advertisement

এর আগেও একাধিকবার মুড অফ দ্য নেশন সমীক্ষায় সেরা মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন যােগী। হাথরাস গণধর্ষণ ও লাভ জেহাদ আইন নিয়ে প্রশ্নের মুখেই পড়তে হয়েছে উত্তরপ্রদেশ সরকারকে। তা সত্ত্বেও দেশের ২৫ শতাংশ মানুষের ধারণা, যােগীই সেরা। 

Advertisement

সমীক্ষকদের ধারণা, যােগীর সেরা মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার মূল কারণই হল, তাঁর হিন্দুত্ববাদী ভামূর্তি। বস্তুত, উত্তপ্রদেশ সরকারের আনা বিতর্কিত ‘লাভ জেহাদ’ আইনটিকেও সমর্থন করেছেন সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৫৮ শতাংশ মানুষ। 

আবার ১৪ শতাংশ মানুষ মনে কছে যােগী নন, দেশের সেরা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমীক্ষায় অংশ নেওয়া ৮ শতাংশ মানুষ ভােট দিয়েছেন মমতার পক্ষে। এর আগে সমীক্ষায় তৃতীয় স্থানে ছিলেন অন্ধ্রপ্রদেশের ওয়াই এস জগনমােহন রেড্ডি। তিনি নেমে গিয়েছেন পঞ্চম স্থানে। তাঁকে সরিয়েই তৃতীয় স্থানে উঠে এসেছেন মমতা। 

যদিও সমীক্ষাকে রাজনৈতিকভাবে ততটা গুরুত্ব দিতে নারাজ কোনও দলই। কদিন আগেই অন্য সমীক্ষায় যােগী মুখ্যমন্ত্রীদের মধ্যে ৰপ্ত তম স্থানে ছিলেন। সেই সমীক্ষায় আবার মমতা ছিলেন অনেক উপরের দিকে।

Advertisement