আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সমাজ মাধ্যমের অ্যাকাউন্টগুলি বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীদের হাতে তুলে দেবেন। ‘মন কি বাত’-এর ১১৯তম পর্বে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর সমাজ মাধ্যম অ্যাকাউন্টগুলিতে এই সাফল্য অর্জনকারী মহিলারা তাঁদের কাজ এবং অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে শেয়ার করবেন।
রবিবার ‘মন কি বাত’-এ মোদী বলেন, ভারতীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে নারীর প্রতি সম্মান। ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সংবিধান রচনা, প্রতিটি ক্ষেত্রে নারীর ভূমিকা অনস্বীকার্য। বিভিন্ন ক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রশ্ংসা করেছেন প্রধানমন্ত্রী। আর একে সামনে রেখেই আন্তর্জাতিক নারী দিবসে এই বিশেষ উদ্যোগ নেবেন তিনি। আগামী ৮ মার্চ নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্ট অর্থাৎ এক্স হ্যান্ডল ও ইনস্টাগ্রাম দেশের সফল নারীদের হাতে তুলে দেবেন।
প্রসঙ্গত, ২০২০ সালেও প্রধানমন্ত্রী মহিলাদের হাতে তাঁর নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্ট তুলে দিয়েছিলেন। ২০২০-র ৮ মার্চ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ৭ জন মহিলার হাতে তাঁর সমাজ মাধ্যম অ্যাকাউন্টগুলি তুলে দেন তাঁদের কাজ ও অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।
‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি রবিবার আরও বলেন, ‘মহাকাশ এবং বিজ্ঞানের মতো আরও একটি ক্ষেত্র রয়েছে যেখানে ভারত দ্রুত তার পরিচয় তৈরি করছে। এই ক্ষেত্রটি হল এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তা। সম্প্রতি, আমি একটি বড় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে যোগ দিতে প্যারিসে গিয়ে দেখেছি, বিশ্বের কাছে এক্ষেত্রে ভারতের অগ্রগতি প্রশংসা পাচ্ছে। আমাদের দেশের মানুষ আজ বিভিন্ন ক্ষেত্রে এআই ব্যবহার করছে, তার উদাহরণও আমরা দেখতে পাচ্ছি।’
মোদির মুখে রবিবার দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গও উঠে আসে। প্রধানমন্ত্রী জানান, ইসরোর শততম সফল রকেট উৎক্ষেপণের কথা।জাতীয় বিজ্ঞান দিবসকে সামনে রেখে ভারতের মহাকাশ বিজ্ঞানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ‘একদিনের বিজ্ঞানী’ হয়ে সকলকে একদিনের জন্য বিভিন্ন ল্যাব, তারামণ্ডল বা স্পেস সেন্টারে যেতে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শিশুদের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মোদী।