ডাকাতির হাত থেকে বাঁচতে চলন্ত অটোর বাইরে ঝুলে প্রাণ বাঁচালেন এক সাহসিনী মহিলা। সেই ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনদের প্রশংসায় ভাসছেন ওই মহিলা।
পুলিশ সূত্রে খবর, জলন্ধরের ব্যস্ত রাস্তায় ওই মহিলা একটি অটোয় উঠেছিলেন। অটোর ভিতরে তখন চালক ছাড়াও বসেছিলেন আরও দু’জন যাত্রী। প্রথমে কোনও সন্দেহ হয়নি তাঁর। কিছুটা পথ যেতেই ওই দুই যাত্রী ধারাল অস্ত্র বের করে মহিলাকে ভয় দেখিয়ে লুট করার চেষ্টা করে। আতঙ্কে মহিলা অটোর পাশের রেলিং ধরে ঝুলে পড়েন। চিৎকার করে পথচারীদের সাহায্য চান।
Advertisement
ভিডিওতে দেখা গিয়েছে, চুল এলোমেলো, চুরিদার পরা ওই মহিলা মরিয়া হয়ে হাত নেড়ে সাহায্য চাইছেন। এদিকে অটোচালক গাড়ির গতি আরও বাড়িয়ে দেন। দ্রুতগতিতে চলতে চলতে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায় অটো।
Advertisement
ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে মহিলাকে উদ্ধার করেন। দু’জন ডাকাতকে পুলিশ পাকড়াও করেছে। তবে অটোচালক, যিনি এই চক্রের মূল ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ, এখনও পলাতক। তাঁকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা মহিলার সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। অনেকে লিখেছেন, তাঁর উপস্থিত বুদ্ধি ও দৃঢ় মনোবল না থাকলে আজ বড় দুর্ঘটনা ঘটত।
Advertisement



