• facebook
  • twitter
Friday, 5 December, 2025

উত্তর প্রদেশে থানার সামনে আত্মহত্যার চেষ্টা নির্যাতিতার

ধর্ষণে অভিযুক্তকে ধরার বিষয়ে গড়িমসি করছে পুলিশ। এই অভিযোগ তুলে মোদীনগরে থানার সামনে আত্মহত্যার চেষ্টা করলেন এক নির্যাতিতা।

লখনউ– ধর্ষণে অভিযুক্তকে ধরার বিষয়ে গড়িমসি করছে পুলিশ। এই অভিযোগ তুলে উত্তর প্রদেশের গাজিয়াবাদের মোদীনগরে থানার সামনে আত্মহত্যার চেষ্টা করলেন এক নির্যাতিতা। যদিও তৎপরতার সঙ্গে পুলিশ নির্যাতিতাতে উদ্ধার করেছে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

নির্যাতিতার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবক তাঁকে দু’বছর ধরে লাগাতার ধর্ষণ করেছেন। অভিযুক্ত যুবক মারধর করে তাঁর হাতও ভেঙে দেন। এরপরই গা ঢাকা দেন ওই যুবক। গোটা বিষয়টি আঁচ করে থানায় অভিযোগ জানান নির্যাতিতা। কিন্তু তার পর এক মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Advertisement

নির্যাতিতার অভিযোগ, পুলিশের সঙ্গে অভিযুক্তের যোগসাজশ রয়েছে। তাই তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না। এর আগে একাধিকবার থানায় গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন নির্যাতিতা। সম্প্রতি তিনি হুঁশিয়ারি দেন, ৪৮ ঘণ্টার মধ্যে যদি অভিযুক্তকে গ্রেপ্তার না করা হয়, তা হলে তিনি আত্মঘাতী হবেন। নির্ধারিত সময়সীমার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় শুক্রবার থানার সামনে গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি।

Advertisement

Advertisement