তামিল বিধানসভা নির্বাচনের আগে তাঁর সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের কথা থাকলেও দক্ষিণী অভিনেতা রজনীকান্ত আজ ঘােষণা করেন, রাজনীতিতে যােগদানের সিদ্ধান্ত বহুপ্রত্যাশিত ছিল, কিন্তু আমি রাজনীতিতে অংশগ্রহণ করছি না।
তাঁর কথায়, ‘আমার সিদ্ধান্তটি ভক্তদের ও সাধারণ মানুষকে হতাশ করবে ঠিকই কিন্তু আপনারা ক্ষমা করে দেবেন। নির্বাচনী রাজনীতিতে অংশ গ্রহণ না করেই আমি দেশ ও মানুষের সেবা করব’।
Advertisement
তিনি টুইট করে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি রাজনীতিতে ঢুকছি না। আমি নিজেই জানি আমার এই সিদ্ধান্তটি ঘােষণা করার সময় কতটা কষ্ট হচ্ছে। উচ্চ রক্তচাপ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াটাই ছিল ভগবানের থেকে সতর্কবাণী। কোভিডের মধ্যে প্রচার চালালে আমার শরীর ও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে। আমার কর্মীদের ধন্যবাদ জানাই।’ সম্প্রতি তিনি হাসপাতাল থেকে ফিরেছেন।
Advertisement
Advertisement



