• facebook
  • twitter
Sunday, 3 August, 2025

নাগপুরে পক্ষাঘাতগ্রস্ত স্বামীকে হত্যা, স্ত্রী ও প্রেমিক গ্রেপ্তার

দীর্ঘদিন পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় শয্যাশায়ী স্বামীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠল তাঁর স্ত্রী এবং স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে।

দীর্ঘদিন পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় শয্যাশায়ী স্বামীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠল তাঁর স্ত্রী এবং স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। অভিযুক্ত স্ত্রী দিশা রামটেক (৩০) ও তাঁর প্রেমিক রাজাবাবু টায়ারওয়ালা ওরফে আসিফ (২৮)-কে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তি চন্দ্রসেন রামটেক (৩৮) দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। এই সময় তাঁর স্ত্রী দিশার সঙ্গে আসিফের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। পরবর্তীকে এই সম্পর্কের বিষয়ে জানতে পারেন চন্দ্রসেন। এরপর দাম্পত্য কলহ শুরু হয়। এই পরিস্থিতিতে স্বামীকে ‘রাস্তা থেকে সরানোর’ পরিকল্পনা নেন দিশা ও তাঁর প্রেমিক।

গত শুক্রবার পরিকল্পনা মতো চন্দ্রসেনকে হত্যা করা হয়। অভিযোগ, ঘটনার দিন দিশা স্বামীর হাত চেপে ধরে রাখেন এবং সেই সময় আসিফ তাঁর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করেন। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রসেনের।

দিশা প্রথমে দাবি করেছিলেন, স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, শারীরিক কারণেই মৃত্যু হয়েছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে খুনের প্রমাণ মিলতেই সন্দেহ ঘনীভূত হয়। এরপর দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। সেখানেই খুনের কথা স্বীকার করেন তিনি। পরবর্তীতে আসিফকেও গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা ঘটনার নৃশংসতায় হতবাক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।