• facebook
  • twitter
Friday, 5 December, 2025

স্ত্রীকে পুড়িয়ে খুন করে সুটকেসে ভরে দেহ লােপাট, ডেল্টা প্লাসে মৃত্যু বলে চালানাের অভিযােগ

লকডাউনে কাজ হারিয়েছিলেন, সে কারণে হতাশা চেপে বসেছিল মনের মধ্যে আর এই হতাশা থেকেই হায়দরাবাদের এক যুবক নিজের স্ত্রীকে পুড়িয়ে মারল।

প্রতীকী ছবি (File Photo: iStock)

লকডাউনে কাজ হারিয়েছিলেন, সে কারণে হতাশা চেপে বসেছিল মনের মধ্যে আর এই হতাশা থেকেই হায়দরাবাদের এক যুবক নিজের স্ত্রীকে পুড়িয়ে মারল।

যদিও তিনি নিজের বাড়ির লােককে ও স্ত্রীর বাপের বাড়ির লােককে জানায় করােনার ডেল্টা প্লাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে স্ত্রীর।

Advertisement

এসভিআরআর সরকারি হাসপাতালের কাছে পাঁচদিন আগে সুটকেসের মধ্যে এক যুবতীর পুড়ে যাওয়া দেহ পায় পুলিশ।

Advertisement

এরপর ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ সিসিটিভি ফুটেজে দেখতে পায়, এক ক্যাব চালকের সঙ্গে মিলে এক যুবক সুটকেসটি ফেলে দিচ্ছে।

এরপর ক্যাব চালককে চিহ্নিত করে পুলিশ। তারপর তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে, চিত্ত্বরের রামসমুন্দ্রমের বাসিন্দা ভুবনেশ্বরী নামে এক গৃহবধূর মৃতদেহ এটি।

শ্রীকান্ত রেড্ডি নামে এক যুবকের সঙ্গে ২০১৯ সালে এই যুবতীর বিয়ে হয়েছিল। তাঁদের দেড় বছরের একটা মেয়েও রয়েছে।

Advertisement