শহিদ দিবসের আগে বিস্ফোরক জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ফি বছর জম্মু ও কাশ্মীরে ১৩ জুলাই দিনটি শহিদ দিবস হিসেবে পালন করা হয়। ১৯৩১ সালের এই দিনে মহারাজা হরি সিংয়ের সেনার গুলিতে ২২ জন কাশ্মীরি আন্দোলনকারীকে হত্যা করেছিল। এ বছর জুলাই শহিদ দিবস পালন করার আগে জম্মু ও কাশ্মীর সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, বিধায়ক এবং ক্ষমতাসীন দল ও বিরোধী দলের শীর্ষ নেতাদের কেন্দ্রীয় সরকার গৃহবন্দি করেছে। এ নিয়ে ওমর আবদুল্লাহ প্রশ্ন তোলেন, ‘সরকার এত ভয় পায় কেন?’
এর আগে ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, ১৩ জুলাই দিনটি শহিদ দিবস হিসেবে পালন করা যাবে না। এমন কি শহিদ দিবস পালনের ছুটিও বাতিল করেছিল মোদী সরকার। এবার শহিদ দিবসের আগে উপত্যকার লেফ্টেন্যান্ট গভর্নর জানিয়েছিলেন, শহিদ দিবস পালন করা যাবে না। পাশাপাশি ওই দিন শহিদদের কবরস্থলেও ঢোকার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপরই সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলেন ওমর আবদুল্লাহ।
Advertisement
এ নিয়ে তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ‘রাজনৈতিক নেতাদের বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দেওয়া অগণতান্ত্রিক পদক্ষেপ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলরক্ষক এবং শ্রীনগরের গুরুত্বপূর্ণ সেতুগুলি বন্ধ রাখা হয়েছে। এসবই সাধারণ মানুষকে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি সমাধিক্ষেত্রে যেতে বাধা দেওয়ার জন্য করা হয়েছে। আমি কিছুতেই বুঝতে পারছি না যে, সরকার কেন এত ভয় পায়!’
Advertisement
১৩ জুলাইয়ের হত্যাকাণ্ডকে কাশ্মীরের জালিয়ানওয়ালাবাগ বলে আখ্যা দিয়ে ওমর আরও লেখেন, ‘১৩ জুলাইয়ের হত্যাকাণ্ড আমাদের জালিয়ানওয়ালাবাগ। যাঁরা জীবন উৎসর্গ করেছিলেন তাঁরা ব্রিটিশদের বিরুদ্ধে তা করেছিলেন। তখন কাশ্মীর ব্রিটিশদের অধীনে শাসিত হচ্ছিল।
Advertisement



