গত শনিবারই কেন্দ্র সাতটি প্রতিনিধিদলের নাম ঘোষণা করেছিল, যে প্রতিনিধি দল বিভিন্ন দেশে গিয়ে ‘অপারেশন সিঁদুর’ অভিযান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা তুলে ধরবেন। সেই সঙ্গে খুলে দেবেন পাকিস্তানের মুখোশ। এবার ওই প্রতিনিধিদলের ৫৯ জনের সদস্যের সম্পূর্ণ তালিকা। এই তালিকায় রাজনীতিবিদদের সংখ্যাধিক্য থাকলেও তাঁদের পাশাপাশি আছেন কয়েকজন কূটনীতিকও। আছেন পশ্চিমবঙ্গের দু’জন প্রতিনিধি। তাঁরা মোট ৩২টি দেশে যাবেন। যাবেন ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরেও।
ওই সাত দলের নেতৃত্বে যাঁরা রয়েছেন, তাঁরা হলেন– কংগ্রেসের শশী তারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ, জেডিইউয়ের সঞ্জয়কুমার ঝা, বিজেপির বৈজয়ন্ত পান্ডা, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির কন্যা ডিএমকে-র কানিমোঝি করুণানিধি, এনসিপি-র সুপ্রিয়া সুলে এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পুত্র শিবসেনার শ্রীকান্ত শিন্ডে। এক একটি প্রতিনিধি দলে পাঁচ থেকে ছয় জন করে সদস্য থাকছেন। বাংলা থেকে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান, থাকছেন সঞ্জয় কুমার ঝা-র দলে। আর পশ্চিমবঙ্গ থেকে রাজ্য সভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য আছেন রবিশঙ্কর প্রসাদের দলে। লোকসভার তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এই প্রতিনিধি দলে যোগ দেওয়ার জন্য বলা হলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারছেন না।
Advertisement
আগামী ২৩ মে থেকে কেন্দ্রের প্রতিনিধিদলগুলি বিদেশে যাওয়া শুরু করবে। প্রথম দলের নেতৃত্বে আছেন বৈজয়ন্ত পান্ডা। এই দলে আছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, রেখা শর্মা, নাগাল্যান্ডের বিজেপি সাংসদ ফাঙ্গনোন কোন্যাক, মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবি আজাদ এবং কূটনীতিবিদ হর্ষবর্ধন শ্রীঙ্লা। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে দ্বিতীয় দলে আছেন বিজেপির পুরন্দেশ্বরী, উদ্ধব ঠাকরের শিবসেনা প্রিয়াঙ্কা চতুর্বেদী, গুলাম আলি খাটানা, কংগ্রেসের অমর সিংহ, বিজেপির শমীক ভট্টাচার্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবর এবং কূটনীতিক পঙ্কজ সরন।
Advertisement
সঞ্জয়কুমারের দলটি যাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুরে। এই দলে আছেন বিজেপির অপরাজিতা সারঙ্গি, তৃণমূলের ইউসুফ পাঠান, বিজেপি সাংসদ ব্রিজ লাল, সিপিএম সাংসদ জন ব্রিট্টাস, বিজেপি সাংসদ প্রদান বড়ুয়া, হেমাঙ্গ জোশি, কংগ্রেসের সলমন খুরশিদ এবং কূটনীতিক মোহন কুমার।
চতুর্থ দলের নেতৃত্ব দেবেন একনাথের পুত্র শ্রীকান্ত শিন্ডে। তাঁর দল যাবে সংযুক্ত আরব আমিরশাহি, কঙ্গো এবং পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে। এই দলে আছেন বিজেপির বাঁসুরি স্বরাজ, আইইউএমএল সাংসদ মহম্মদ বশির, বিজেপির অতুল গর্গ, মননকুমার মিশ্র, বিজেডি সাংসদ সস্মিত পাত্র, প্রাক্তন বিজেপি সাংসদ এসএস অহলুওয়ালিয়া এবং কূটনীতিক সুজন চিনয়।
পঞ্চম দলের নেতা শশী তারুর। এই দল যাবে আমেরিকা, পানামা, গুয়ানা, ব্রাজ়িল এবং কলম্বিয়ায়। এই দলে আছেন এলজেপি সাংসদ শাম্ভবী, জেএমএম সাংসদ সরফরাজ় আহমেদ, টিডিপি সাংসদ জিএম হরিশ বালযোগী, বিজেপি সাংসদ শশাঙ্ক মানি ত্রিপাঠী, ভুবনেশ্বর কলিতা, তেজস্বী সূর্য, শিবসেনার মিলিন্দ মুরলী দেওরা এবং কূটনীতিক তরণজিৎ সিংহ সান্ধু।
ষষ্ঠ দলটি যাবে স্পেন, গ্রিস, স্লোভেনিয়া, লাটভিয়া এবং রাশিয়ায়। এই দলের নেতৃত্বে কানিমোঝি করুণানিধি। এ ছাড়া আছেন সমাজবাদী পার্টির রাজীব রাই, ন্যাশনাল কনফারেন্সের সাংসদ মিলন আলতাফ আহমেদ, বিজেপির ব্রিজেশ চৌটা, আরজেডির প্রেমচাঁদ গুপ্তা, আপের অশোককুমার মিত্তল এবং কূটনীতিক মনজীব এস পুরী ও জাভেদ আশরাফ।
এনসিপির সুপ্রিয়া সুলে নেতৃত্ব দেবেন সপ্তম প্রতিনিধিদলের। এই দল যাবে মিশর, কাতার, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকায়। এই দলে আছেন বিজেপির রাজীব প্রতাপ রুডি, অনুরাগ ঠাকুর, আপ সাংসদ বিক্রমজিৎ সিংহ সাহনি, কংগ্রেসের মণীশ তিওয়ারি, টিডিপির লভু শ্রীকৃষ্ণ দেবরয়ালু, কংগ্রেসের আনন্দ শর্মা, বিজেপির ভি মুরলীধরণ এবং কূটনীতিক সইদ আকবরউদ্দিন।
Advertisement



