লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছে আহমেদাবাদে। এই দুর্ঘটনার জেরে অতিরিক্ত ট্রেন চালানোর কথা ঘোষণা করল পশ্চিম রেলওয়ে। বৃহস্পতিবার বেলা ১টা ৩৮ মিনিটে ওড়ার পর লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদের মেঘানি নগর এলাকার ভেঙে পড়ে। বোয়িং এয়ারক্রাফটটি ১২ জন ক্রু সহ মোট ২৪২ জন যাত্রী ছিলেন। আপাতত আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ রয়েছে।
উদ্ধারকাজে সাহায্যের জন্য বিপর্যয় মোকাবিলা দল, চিকিৎসক ও আরপিএফ কর্মীদের ঘটনাস্থলে পাঠিয়েছে পশ্চিম রেল। এছাড়াও, পশ্চিম রেলওয়ে আহমেদাবাদ থেকে চাহিদার ওপর ভিত্তি করে অতিরিক্ত ট্রেন চালানোর ঘোষণা করেছে। বর্তমানে আহমেদাবাদ থেকে মুম্বইয়ের জন্য একটি এবং দিল্লির জন্য একটি ট্রেন চালানোর পরিকল্পনা করা হচ্ছে।
আহমেদাবাদের এক পুলিশ আধিকারিক বলেন, ‘ওড়ার পর, প্লেনটি ভেঙে পড়ে। প্রাথমিক তদন্তের পরে, আমরা জানতে পারি যে প্লেনটি ডাক্তারদের হস্টেলের উপর ভেঙে পড়ে। ঘটনাটির কয়েক মিনিট পর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছয়… আমরা এলাকার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ পরিষ্কার করেছি… আমরা জনগণের সহযোগিতা চাই যাতে আমরা অ্যাম্বুলেন্সগুলিকে হাসপাতালে যাওয়ার জন্য গ্রিন করিডোর তৈরি করতে পারি।’
গুজরাট সরকার গান্ধিনগর থেকে বিমান দুর্ঘটনাস্থলে ৯০ জন কর্মী নিয়ে তিনটি জাতীয় বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) টিম মোতায়েন করেছে। আহমেদাবাদ সিটি পুলিশ পুলিশ জরুরি পরিষেবার জন্য এবং বিমান দুর্ঘটনা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পেতে একটি জরুরি নম্বর চালু করেছে। আহমেদাবাদ বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।