খরচের নিরিখে একেবারেই ফেল পশ্চিমবঙ্গ, কারণ আর্থিক অসাম্য

Written by SNS March 7, 2024 4:21 pm

দিল্লি, ৭ মার্চ– পরিবারের সদস্যেরা মাসে কেমন খরচ করছেন, সেটা দেখে বোঝা যায় সেই পরিবারের আর্থিক অবস্থা কিরকম৷ পরিবারের যত অর্থ তার সদস্যেরা প্রতি মাসে খরচ করেন তত বেশি৷ আর এই মাথা পিছু খরচের নিরিখেই পশ্চিমবঙ্গ শহর-গ্রাম মিলিয়ে এখন দেশের শেষ বেঞ্চে বসা রাজ্য৷

পরিসংখ্যান মন্ত্রক সম্প্রতি ২০২২-২৩ সালের ‘পারিবারিক কেনাকাটার খরচ সমীক্ষা’-র প্রাথমিক কিছু তথ্য প্রকাশ করেছে৷ সেই হিসাব অনুযায়ী, দেশের গ্রামাঞ্চলে গডে় মাথা পিছু মাসিক খরচের পরিমাণ মাত্র ৩৭৭৩ টাকা৷ শহরাঞ্চলে ৬৪৫৯ টাকা৷ আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা গ্রামাঞ্চলে মাসে ৩২৩৯ টাকা, শহরে ৫২৬৭ টাকা৷ অর্থাৎ গ্রাম হোক বা শহর, এ রাজ্যের বাসিন্দাদের মাথা পিছু খরচ জাতীয় গডে়র তুলনায় অনেক কম৷

সরকারি সূত্রের যুক্তি, গ্রামে খাবার থেকে পরিবহণ— সব খরচই অনেক কম৷ সেটা সেখানে বসবাসকারীদের মাথা পিছু খরচ কম হওয়ার কারণ হতে পারে৷ কিন্ত্ত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক বিকাশ রাওয়ালের মতে, ‘এর পিছনে একটি বড় কারণ আর্থিক অসাম্য৷’

তবে মাথা পিছু মাসিক খরচের নিরিখে জাতীয় গডে়র তুলনায় পশ্চিমবঙ্গের সঙ্গে যে সমস্ত রাজ্য পিছিয়ে রয়েছে, সেগুলি হল অসম, বিহার, ছত্তিশগঢ়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ওডি়শা ও মেঘালয়৷ এর মধ্যে গ্রামাঞ্চলে মাথা পিছু খরচের নিরিখে বিহারের অবস্থা পশ্চিমবঙ্গের থেকে ভাল৷ বঙ্গের শহরাঞ্চলের মানুষের ক্ষেত্রে ওই খরচ বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগঢ়, মধ্যপ্রদেশ, ওডি়শার তুলনায় ভাল৷ তবে উত্তর-পূর্বের রাজ্য অসমের গ্রাম হোক বা শহর, মানুষের মাথা পিছু খরচ পশ্চিমবঙ্গের থেকে বেশি৷

অর্থনীতিবিদেরা বলছেন, আয়ের ভিত্তিতে নয়৷ মাথা পিছু খরচের ভিত্তিতেই দারিদ্র থেকে আর্থিক অবস্থার পরিমাপ করা যায়৷ পরিসংখ্যান মন্ত্রকের এই সমীক্ষা তাই জাতীয় গডে়র তুলনায় পিছিয়ে থাকা রাজ্যগুলির জন্য চিন্তার৷ এই খরচের হিসেবে সব থেকে এগিয়ে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়৷ তার পরেই রয়েছে রাজধানী দিল্লি৷ পশ্চিমবঙ্গের শহরাঞ্চলের মানুষের মাসিক মাথা পিছু খরচ যেখানে ৫২৬৭ টাকা, সেখানে দিল্লির মানুষের ৮২১৭ টাকা, চণ্ডীগডে়র ১২,৫৭৫ টাকা৷

নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতের শহরে মাথা পিছু খরচও পশ্চিমবঙ্গের চেয়ে বেশি, ৬৬২১ টাকা৷ তবে সেখানকার গ্রামে তা ৩৭৯৮ টাকা৷ অর্থনীতিবিদরা বলছেন, এর কারণ হল, গুজরাতের গ্রাম এবং শহরের আর্থিক অসাম্য৷ গুজরাতে গ্রামের তুলনায় শহরের মানুষের মাথা পিছু মাসিক খরচ ৭৪% বেশি৷ বাংলায় এই ফারাক ৬২%৷ বস্তুত, এই আর্থিক অসাম্য গোটা দেশের মধ্যে গুজরাতেই সব থেকে বেশি৷