আবার মোদি সরকার পেতে ঠিক একমাস : মোদি

আসানসোলের জনসভায় ২৩ এপ্রিল বাবুল সুপ্রিয়র হয়ে জনসভা করতে এসে নরেন্দ্র মোদি প্রশ্ন করলেন জনতাকে, আর ঠিক একমাস পর কী হবে? ফির এক বার…? জনতা ফিরিয়ে উত্তর দিল ‘মোদি সরকার…’।

Written by SNS Kolkata | April 24, 2019 11:50 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo-IANS)

আসানসোলের জনসভায় ২৩ এপ্রিল বাবুল সুপ্রিয়র হয়ে জনসভা করতে এসে নরেন্দ্র মোদি প্রশ্ন করলেন জনতাকে, আর ঠিক একমাস পর কী হবে? ফির এক বার…? জনতা ফিরিয়ে উত্তর দিল ‘মোদি সরকার…’।

এবার লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল ‘অব কী বার, মোদি সরকার’। তৃতীয় দফার ভোটের পর নরেন্দ্র মোদি আত্মবিশ্বাসের পথে আরও এক ধাপ এগিয়ে গিয়ে বাংলার মাটিতে বললেন, আজ ২৩ এপ্রিল। ঠিক একমাস পরে দেশে আবার ফিরবে মোদি সরকার। সংসদে আরও শক্তিশালী হয়ে আসবে সেই সরকার। আপনাদের এক একটা ভোট মোদির খাতায় জমা হবে।

নিজের ক্ষমতায় ফেরা নিশ্চিত করে এদিন বাংলার মাটিতে তৃণমূল নেত্রী মমতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদি। এখানে কী হবে? দিদির হাতের তাস শেষ হয়ে যাবে। মোদি এদিনা আশ্বাস দিয়ে বলেন, এই রাজ্যে এনআরসি হবেই। রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হবেই। মমতা দিদির অনুপ্রবেশকারী ভোটব্যাংক বাংলাতে শেষ হবেই। মোদির এহেন বক্তব্য শুনে মনে হয়, ২০১১ সালের লোকসভা নির্বাচনের প্রচার অভিযানে এসে যেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ভবিষ্যৎবাণী শুনিয়ে গেলেন নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে এই রাজ্যে বহু বার পা রাখার নির্ঘন্ট রয়েছে নরেন্দ্র মোদির। লোকসভা নির্বাচনে বাংলার তৃণমূল নেত্রীকেই প্রধান প্রতিপক্ষ ধরে এদিন আসানসোলের সভা থেকে একতরফা আত্রমাণ শানিয়ে গেলেন নরেন্দ্র মোদি। ভোটারদের মনোবল টানতে বিজেপির পক্ষে এভাবেই প্রচার চালানো হচ্ছে যে, উওরবঙ্গের মানুষ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে। মোদি-শাহর এনআরসি এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেট বিল-এরা ভরসায়।

এদিন আসানসোলের সভায় রাজ্য সরকারি কর্মীদের মন পেতে ডিএ প্রসঙ্গ তুললেন মোদি। ইঙ্গিত দিলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে চালু হবে সপ্তম বেতন কমিশন। দিল্লি, এমনকী ত্রিপুরাতেও সপ্তম বেতন কমিশন চালু রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ এখন ষষ্ঠ বেতন কমিশান পায়নি।