• facebook
  • twitter
Monday, 16 September, 2024

বিজয় মালিয়ার মুদিখানার খরচ কমে সপ্তাহে হাজার পাউন্ড!

একটা সময় তিনি ছিলেন কিং অফ টাইমস, এখন বিলেতে বসে তাঁর বিরুদ্ধে থাকা মামলা থেকে বাঁচতে চাইছেন কোন রকমে।

বিজয় মালিয়া (ছবি- AFP)

একটা সময় তিনি ছিলেন কিং অফ টাইমস, এখন বিলেতে বসে তাঁর বিরুদ্ধে থাকা মামলা থেকে বাঁচতে চাইছেন কোন রকমে। এহেন বিজয় মালিয়ার মাসের খরচ কমিয়ে দিতে চান। স্টেট ব্যাংক থেকে শুরু করে অন্য কয়েকটি ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে এবং তা ফিরিয়ে না দিয়ে দেশ ছেড়েছেন মালিয়া। ব্যাংকে টাকা ফেরাতে মাসের খরচ ২৯ হাজার ৫০০ পাউন্ড কমাতে চান। মালিয়া এখন প্রতি সপ্তাহে ১৮৩০০ পাউন্ড খরচ করেন। তিনি তার আইনজীবী এসবিআই কে এ কথা জানিয়েছেন বলে বিলেতের আদালতে ব্যাংক দাবি করেছে। কিন্তু এস বি আই চায় ব্যাংকে মালিয়ার নামে যে ২৮৫ হাজার পাউন্ড আছে সেটার অধিকার পেতে। স্টেট ব্যাংক মালিয়ার থেকে ১.১৪২বিলিয়ন ডলার পায়।

উড়ান সংস্থা কিংফিশারের বিভিন্ন কাজে এই টাকা ঋণ নেন মালিয়া।২০০৫ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত চালু ছিল কিংফিশার। আদালতে এসবিআই দাবি করে বিজয় মালিয়া যে আর্থিক সংকটের কথা বলছেন তা একেবারেই ঠিক নয়। ভারতের পাশাপাশি বিদেশেও ব্যবসা বাড়িয়েছেন এবং এখনও বহাল তবিয়তেই দিন কাটাচ্ছেন। একটি সূত্র উদ্ধৃত করে ব্যাংক বলেছে ইউরোপের বিভিন্ন দেশে বিয়ার বিক্রি করেই মাসে ৭৫০০ পাউন্ড রোজগার হয় মালিয়ার।এদিকে বুধবার আদালতের একটি তথ্য প্রকাশে এসেছে। তাতে দেখা যায় প্রতি সপ্তাহে মুদিখানার জন্য এক হাজার পাউন্ড করেন মালিয়া! অন্য কোন তথ্য অবশ্য সেখানে দেওয়া ছিল না।