মানবজীবনের পক্ষে ‘বিপজ্জনক’, হিংস্র কুকুর পোষা নিষিদ্ধ ভারতে

Written by SNS March 14, 2024 6:21 pm

তালিকায় বুলডগ, রটওয়েলার, টেরিয়ার
দিল্লি, ১৪ মার্চ– বেশ কিছু হিংস্র কুকুর পোষা নিষিদ্ধ হল ভারতে৷ নিষিদ্ধের লিস্টে রয়েছে একজন বুলডগ, রটওয়েলার, টেরিয়ার, পিটবুল, উল্ফ ডগস, রাশিয়ান শেপার্ড কিংবা মাসটিফ জাতীয় কুকুর৷ বাড়িতে ইতিমধ্যে এই জাতীয় কুকুর থাকলে তাকে অবশ্য নিষেধের তালিকায় রাখতে হবে৷ কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের একটি কমিটি ‘হিংস্রজাতীয়’ পোষ্য কুকুরের উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছে৷

হিংস্র কুকুরের আক্রমণে দেশের একের পর এক শিশু-বৃদ্ধের মৃতু্যর পর থেকে বিভিন্ন মহল থেকে এ বিষয়ে আদালতে আর্জি জমা পড়তে থাকে৷ সম্প্রতি দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে তিনমাসের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়েছিল৷ তারই পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে কেন্দ্রীয় সরকার হিংস্রজাতীয় কুকুর পোষা, বিক্রি ও জন্ম নিয়ন্ত্রণের নির্দেশ পাঠিয়েছে রাজ্যগুলিকে৷

কেন্দ্রীয় পশুপালন মন্ত্রক এবং পশুকল্যাণ বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই কমিটি এই সুপারিশ পাঠিয়েছে৷ পশুপালন মন্ত্রকের তরফে সব রাজ্যকে এই মর্মে চিঠিও পাঠিয়ে দিয়েছে৷ তাতে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনকে যেন এ জাতীয় কুকুর পোষার লাইসেন্স, বিক্রির অনুমতি এবং জন্মরোধে ব্যবস্থা নেওয়া হয়৷

এই সমস্ত কুকুরকে মানবজীবনের পক্ষে ‘বিপজ্জনক’ বলে বর্ণনা করে ২৩টি হিংস্র কুকুরের একটি তালিকা দেওয়া হয়েছে৷ এই কুকুরের আমদানি থেকে ক্রস ব্রিডিংও নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্র৷ মন্ত্রকের তরফে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবদের এ ধরনের কুকুর পোষা নিষিদ্ধ করার নির্দেশ পৌঁছে গিয়েছে৷

কোন কোন কুকুর পোষা নিষিদ্ধ হচ্ছে?
• পিটবুল টেরিয়ার
• টোসা ইনু
• আমেরিকান স্ট্যাফোর্ডশ্যারার টেরিয়ার
• ফিলা ব্রাসেইলেইরো
• ডোগো আর্জেন্তিনো
• আমেরিকান বুলডগ
• বোরবেয়েল
• ক্যানগাল
• সেন্ট্রাল এশিয়ান শেপার্ড ডগ
• ককেশিয়ান শেপার্ড ডগ
• সাউথ রাশিয়ান শেপার্ড
• টোর্নজ্যাক
• সারপ্ল্যানিয়াক
• জাপানিজ তোসা
• আকিটা, মাসটিফ, রটওয়েলার, টেরিয়ার, রোডেশিয়ান রিজব্যাক, উল্ফ ডগ, ক্যানারিও, আকবাশ ডগ, মস্কো গার্ড ডগ, কেনি কোর্সো সহ সমতুল্য কুকুর পোষা নিষিদ্ধ তালিকায় আছে৷