• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশল প্রয়াত

করিনা কাপুরের হৃদয়স্পর্শী শ্রদ্ধাঞ্জলি

ফাইল চিত্র

বলিউডের স্বর্ণ যুগের অভিনেত্রী কামিনী কৌশল প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। সম্প্রতি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী। বৃহস্পতিবার গভীর রাতে তিনি প্রয়াত হন। তাঁর অভিনয় দক্ষতার গুণে তিনি বিভিন্ন প্রজন্মের দর্শকের মনে চিরস্থায়ী ছাপ রেখে গিয়েছেন। তাঁর মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই বলিউডে শোকের ছায়া নেমে আসে।

১৯৪৬ সালে নীচা নাগর ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন কমিনি কৌশল। সেই সিনেমাই ছিল কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারজয়ী প্রথম ভারতীয় ছবি। সেখান থেকে শুরু করে শেষ বয়স পর্যন্ত সিনেমা, টেলিভিশন ও ভয়েস ওয়ার্ক—সব ক্ষেত্রেই সক্রিয় ছিলেন তিনি।

Advertisement

চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, ‘তিনি ছিলেন এমন এক শিল্পী, যাঁর মধ্যে পুরনো বলিউডের সৌন্দর্য আর আধুনিকতার মিশেল অনায়াসে খুঁজে পাওয়া যেত।’ এছাড়া তাঁর জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে চাঁদ, জলসা এবং মিলন। তিনি অভিনয় ছাড়াও চলচ্চিত্র জগতের প্রতি তাঁর নিষ্ঠা এবং মানবিক আচরণের জন্য পরিচিত ছিলেন।

Advertisement

মৃত্যুর খবর পাওয়া মাত্রই অভিনেত্রী করিনা কাপুর সামাজিক মাধ্যমে একটি হৃদয়স্পর্শী পোস্ট শেয়ার করেন। তিনি লিখেছেন, ‘কামিনী কৌশল একটি যুগের প্রতীক ছিলেন। তাঁর অভিনয় ও ব্যক্তিত্ব আমাদের সবসময় অনুপ্রাণিত করবে। তিনি সর্বদা আমাদের হৃদয়ে থাকবেন।’

তাঁর প্রয়াণে বলিউডের অন্যান্য তারকারাও শোক প্রকাশ করেছেন। তাঁরা উল্লেখ করেছেন, চলচ্চিত্রে কামিনী কৌশলের অবদান অতুলনীয় এবং ভারতীয় সিনেমার ইতিহাসে তাঁর স্থান চিরস্মরণীয়। তাঁর প্রয়াণে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বলে মনে করেন অনুরাগীরা।

Advertisement