সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে সংসদের উচ্চকক্ষের ২৩২ জন সাংসদের মধ্যে সাতাত্তর শতাংশের পুরাে টিকাকরণ হয়ে গেছে। ১৮ জুনের সরকারি তথ্য অনুসারে, রাজ্যসভার আরও ৩৯ জন সাংসদ টিকার প্রথম ডােজ নিয়েছেন।
রাজ্যসভার সচিবালয়ের তরফে জানানাে হয়েছে, সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে সংখ্যার হিসেবে ১৭৯ জন সাংসদের টিকাকরণ হয়ে গেছে। লােকসভার ৫৪০ জন সাংসদ তিন চতুর্থাংশ টিকার দুটো ডােজ নিয়ে ফেলেছেন। মনে করা হচ্ছে, আগামি মাসে সংসদের বর্ষাকালীন অধিবেশন কাটছাঁট করার প্রয়ােজন হবে না।
Advertisement
নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কয়েকজন সাংসদ কোভিড আক্রান্ত হওয়ায় টিকার দ্বিতীয় ডােজ নিয়ে পারেনি। কোভিড টিকাকরণের স্ট্যাটাস কি জানার প্রয়ােজনে ৩০ জন সাংসদের সঙ্গে যােগাযােগের চেষ্টা করা হচ্ছে।
Advertisement
Advertisement



