মােবাইলের ব্যবহার অধিকার লঙঘন, রাজ্যসভার সদস্যদের সতর্কবার্তা বেঙ্কাইয়ার

রাজ্যসভার অধিবেশনে সদস্যদের মােবাইল ফোনে রেকর্ডিং করা নিয়ে সতর্ক করলেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তিনি বলেন এভাবে মােবাইলের ব্যবহার অধিকার লঙ্ঘনের সমান।

Written by SNS New Delhi | February 4, 2021 1:11 pm

ভেঙ্কাইয়া নাইডু। (Photo: IANS/PIB)

রাজ্যসভার অধিবেশনে সদস্যদের মােবাইল ফোনে রেকর্ডিং করা নিয়ে সতর্ক করলেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তিনি বলেন এভাবে মােবাইলের ব্যবহার অধিকার লঙ্ঘনের সমান। 

মঙ্গলবার কৃষক আন্দোলন নিয়ে আলােচনার দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা । সেখানে বেশ কয়েকজন সাংসদ মােবাইল ফোন বের করে পুরাে ঘটনার রেকর্ডিং করতে থাকেন । এরপর আজ অধিবেশন শুরু হতেই সাংসদদের মােবাইল ব্যবহার নিয়ে সতর্ক কা হয় ।

রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বলেন , রাজ্যসভার কক্ষে মােবাইল ব্যবহার নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে । কিন্তু বহু সদস্যকেই দেখা গিয়েছে অধিবেশন চলাকালীন তারা মােবাইল ব্যবহার করছেন। এই ধরনের ব্যবহার সংসদের নিয়মের বিরুদ্ধে। সাংসদদের একাংশও এই প্রস্তাবকে সমর্থন করেন।

বাজেট পেশ করার পর গতকাল রাজ্যসভার প্রথম অধিবেশনই মুলতুবি করে করে দিতে হয় বিরােধী দলগুলির প্রতিবাদে। কংগ্রেস, তৃণমূল, বাম সহ একাধিক রাজনৈতিক দলের সাংসদরা দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলন নিয়ে আলােচনার দাবি করেন। বিরােধীদের এই দাবিতে বেঙ্কাইয়া নাইডু বলেন, আজ নয়, আগামীকাল এই বিষয়ে আলােচনা করা হবে। এরপরেই বিরােধীরা স্লোগান দিয়ে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন।