ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতপূর্ণ উত্তেজনার মধ্যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে শনিবার ফোনে কথা বলেছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমন করতে আলোচনায় বসার ডাক দিয়েছেন মার্কিন বিদেশসচিব। মার্কিন বিদেশ দপ্তরের তরফে এই কথা প্রকাশ্যে জানানোর পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও সমাজ মাধ্যমে এই সংক্রান্ত পোস্ট করেন। এদিকে রুবিওর সঙ্গে আগেই ফোনে কথা হয়েছে পাক সেনাপ্রধা্ন আসিম মুনিরের। জয়শঙ্করের পাশাপাশি আসিম মুনিরকেও একই অনুরোধ জানিয়েছেন তিনি।
জয়শঙ্কর সমাজমাধ্যমে এই কথোপকথনের বিষয়ে লিখেছেন, ‘আজ সকালে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা হয়েছে। ভারত সবসময়ে সংযমী এবং দায়িত্বশীল থেকেছে এবং ভবিষ্যতেও তা-ই থাকবে।’
ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে ফের মার্কিন সহায়তার বার্তা দিল মার্কিন বিদেশ দপ্তর। মার্কিন বিদেশ দপ্তরের তরফে এক বিবৃতিতে মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, মার্কো রুবিও ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। ভারত-পাকিস্তান উভয় পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনের পথ খোঁজার উপর জোর দিয়েছেন তিনি। ভুল বোঝাবুঝি মেটাতে জোর দেওয়া হয়েছে প্রত্যক্ষ যোগাযোগের উপরেও। ভবিষ্যতে এই দুই দেশের মধ্যে সংঘাত এড়াতে এবং উভয় পক্ষের মধ্যে আলোচনার পথ আরও সহজ করতে আমেরিকা সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত, জয়শঙ্করকে তা জানিয়ে দিয়েছেন মার্কিন বিদেশসচিব।
এক সপ্তাহের মধ্যে রুবিও এই নিয়ে দ্বিতীয়বার এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। চলতি সপ্তাহের শুরুতে, তিনি ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনালাপে উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশক দারের সঙ্গেও তাঁর কথা হয়।পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পৃথকভাবে কথা বলার সময় রুবিও বলেছিলেন যে, জঙ্গি গোষ্ঠীগুলিকে সমর্থন বন্ধ করার জন্য ইসলামাবাদকে অবশ্যই দৃঢ় পদক্ষেপ করতে হবে।তবে এদিন বিদেশমন্ত্রীর সঙ্গে কথা না-বলে রুবিও কেন সরাসরি পাক সেনাপ্রধানকে ফোন করলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
শনিবার ভোর থেকেই জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে গোলাবর্ষণ চলছে। জম্মুর শম্ভু মন্দিরে এসে পড়েছে পাকিস্তানের ছোড়া গোলা। পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে রাজৌরির উচ্চপদস্থ সরকারি আধিকারিক-সহ তিন জনের। পাক সংবাদমাধ্যমের দাবি, ভারত হামলা চালিয়েছে পাকিস্তানে। তিনটি পাকিস্তানি এয়ারবেসে ভারতের মিসাইল পড়েছে। তার মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নুর খান, সিন্ধ প্রদেশের সুক্কুর, চাকওয়ালের মুরিদ এয়ারবেস। দুই দেশের সম্পর্কের অবনতির মাঝে পাকিস্তানে ফোন করলেন রুবিয়ো।