• facebook
  • twitter
Friday, 5 December, 2025

উর্মিলা কি কংগ্রেসে

এবার লোকসভা নির্বাচনে কংগ্রেসে উর্মিলা মাতন্ডকার যোগ দিচ্ছেন বলে জোর জল্পনা। শোনা যাচ্ছে উত্তর মুম্বইয়ের লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন উর্মিলা।

রাহুল গান্ধির উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন উর্মিলা মাতন্ডকার (Photo: IANS/AICC)

মুম্বই, ২৬ মার্চ – দেশের সবকটি রাজনৈতিক দলই প্রার্থী তালিকায় চমক আনতে উঠে পড়ে লেগেছে। বাদ যাচ্ছে না বলিউড তারকারা। কারণ তারকা প্রার্থীর গ্ল্যামারই ভোটারদের টানবে বলে মনে করে সব রাজনৈতিক দলই।

এবার লোকসভা নির্বাচনে কংগ্রেসে উর্মিলা মাতন্ডকার যোগ দিচ্ছেন বলে জোর জল্পনা। শোনা যাচ্ছে উত্তর মুম্বইয়ের লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন উর্মিলা। এই বিষয়ে মুম্বইয়ের কংগ্রেস মুখপাত্র সঞ্জয় নিরুপমা কোনও উত্তর দেননি। সেই সঙ্গে উর্মিলার পরিবারের সঙ্গেও যোযাযোগ করা যায়নি।

Advertisement

রাজনৈতিক সূত্রে খবর, এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। দলের তরফ থেকে খুব শীঘ্রই জানান হবে ওই আসনে উর্মিলা প্রার্থী হচ্ছেন কি না। ঊর্মিলা কংগ্রেসের হয়ে লড়লে তাঁর বিপরীতে প্রার্থী হবেন ভারতীয় জনতা পার্টির গোপাল শেট্টি। তিনি এর আগেও ওই কেন্দ্রের সাংসদ ছিলেন। আগামী ২৯ এপ্রিল মুম্বইয়ের ৬টি লোকসভা কেন্দ্রে ভোট হবে।

Advertisement

Advertisement