হিন্দু ধর্ম নিয়ে আমার মন্তব্য বিকৃত করা হয়েছে, ঊর্মিলা

হিন্দু ধর্ম নিয়ে আমার মন্তব্য বিকৃত করা হয়েছে, ঊর্মিলা

Written by SNS Mumbai | April 9, 2019 8:46 am

কংগ্রেস প্রার্থী ঊর্মিলা মাতোন্ডকার (ছবি-ট্যুইটার)

হিন্দুধর্ম নিয়ে মন্তব্য করায় সদ্য কংগ্রেসে যোগ দেওয়া অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরের বিরুদ্ধে পুলিশ অভিযোগ করেছিল বিজেপি।ঊর্মিলার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বিজেপির মুখপাত্র সুরেশ নাথুয়া।সেই ফৌজদারি অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন উর্মিলা।তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।এর নেপথ্যে অন্য উদ্দেশ্য আছে। আমার মন্তব্যকে বিকৃত করা হয়েছে।

ঊর্মিলা বলেন, হিন্দুধর্মের নামে যে ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে, দেশের নাগরিকদের ভুল বোঝানো হচ্ছে,আমি তারই বিরোধিতা করেছিলাম মাত্র। আমি লোকমান্য তিলক,গান্ধীজী বিবেকানন্দ, সর্দার প্যাটেলের হিন্দুধর্মে বিশ্বাস করি। ভালোবাসা ও সম্মানই এই ধর্মের মূল ভিত্তি।কিন্তু বিজেপি সরকার হিন্দুধর্মকে বিকৃত করছে।বিজেপির বিরুদ্ধে কথা বললে   তা অপরাধ হিসেবে গণ্য হয়,যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।গত পাঁচ বছরে বিজেপি একাধিক মানুষের সঙ্গে এই ধরনের আচরণ করেছে।