• facebook
  • twitter
Monday, 2 December, 2024

এবার বাডি়তে বসেই ম্যারেজ সার্টিফিকেট

আগে সামাজিক বিয়ের বৈধতা থাকলেও বর্তমানে বিয়ের আইনসম্মতি ভীষণ প্রয়োজন৷ সেই সম্মতির প্রমাণ হল ম্যারেজ সার্টিফিকেট৷ কর্মক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন পডে় এই সার্টিফিকেট৷ তাই অনেকেই চেষ্টা করেন সামাজিক বিয়ের আগেই রেজিস্ট্রি সেরে রাখতে৷ তবে রেজিস্ট্রি আগে হোক বা পরে অনেককেই সার্টিফিকেট হাতে পেতে বেশ বেগ পেতে হয়৷ এবার সেই সমস্যার সুরাহা সম্ভব৷

আগে সামাজিক বিয়ের বৈধতা থাকলেও বর্তমানে বিয়ের আইনসম্মতি ভীষণ প্রয়োজন৷ সেই সম্মতির প্রমাণ হল ম্যারেজ সার্টিফিকেট৷ কর্মক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন পডে় এই সার্টিফিকেট৷ তাই অনেকেই চেষ্টা করেন সামাজিক বিয়ের আগেই রেজিস্ট্রি সেরে রাখতে৷ তবে রেজিস্ট্রি আগে হোক বা পরে অনেককেই সার্টিফিকেট হাতে পেতে বেশ বেগ পেতে হয়৷ এবার সেই সমস্যার সুরাহা সম্ভব৷ এবার থেকে বাডি়তে বসে নিজেই তৈরি করে ফেলতে পারবেন ম্যারেজ সার্টিফিকেট৷ তারজন্য আপনাকে যা যা করতে হবে তা হল-
১. প্রথমেই https://serviceonline.gov.in/-এ যেতে হবে৷
২. ওয়েবসাইটে গিয়ে বেছে নিন “Marriage Registration” অপশনটি৷
৩. এর পর একটি আবেদন পত্র দেখতে পাবেন৷ সেখানে পাত্র ও পাত্রী উভয়ের যাবতীয় তথ্য দিন৷
৪. এর পর প্রয়োজনীয় নথি আপলোড করুন৷
৫. এর পর জমা দিতে হবে আবেদন ফি৷
৬. আবেদন পত্র যাচাই হবে৷ তথ্য ভুল না থাকলে অনুমোদন মিলবে৷ কয়েকদিনের মধ্যেই হাতে পেয়ে যাবেন শংসাপত্র৷
ব্যাস সমস্যা শেষ তাহলে৷ আর সার্টিফিকেটের জন্য অপেক্ষা করতে হবে না দিনের পর দিন৷ তবে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে পদ্ধতি ভিন্ন হতে পারে৷ সেই পদ্ধতি অনুযায়ী আবেদন করতে হবে৷