• facebook
  • twitter
Thursday, 1 January, 2026

স্টোভে ছোলা বসিয়ে ঘুম, দমবন্ধ হয়ে মৃত্যু দুই যুবকের!

দমবন্ধ হয়ে মৃত্যু হল দুই যুবকের। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চক্য নয়ডার সেক্টর ৭০ এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম উপেন্দ্র (২২) এবং শিবম (২৩)।

প্রতীকী ছবি

দমবন্ধ হয়ে মৃত্যু হল দুই যুবকের। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চক্য নয়ডার সেক্টর ৭০ এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম উপেন্দ্র (২২) এবং শিবম (২৩)। তাঁরা রাস্তার ধারে একটি খাবারের স্টল চালাতেন। ছোলে-ভাটুরে এবং কুলচা বিক্রি করতেন তাঁরা। আর দোকানের জন্য ছোলে বানাতে গিয়েই ঘটল বিপত্তি। ছোলা সেদ্ধ করার স্টোভের মাধ্যমে তৈরি হওয়া কার্বন মনোক্সাইডের জেরে শ্বাসরুদ্ধ হয়েছে মৃত্যু হয়েছে তাঁদের। দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। তবে কেন ছোলা সিদ্ধ করতে বসিয়ে ঘুমিয়ে পড়লেন তাঁরা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টলে বিক্রির জন্যই রাতে ছোলা সিদ্ধ করতে বসিয়েছিলেন দুই যুবক। কিন্তু সেই স্টোভ বন্ধ করতে ভুলে যায় তাঁরা। আচমকা ঘুমিয়ে পড়ার ফলেই ঘটে অঘটন। ছোলা পুড়ে গিয়ে কালো ধোঁয়ায় ঢেকে যায়। এলাকায় ছড়িয়ে পড়ে সেই ধোঁয়া। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তাঁরা উপেন্দ্র এবং শিবমকে নাম ধরে ডাকাডাকি শুরু করেন। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তাঁদের সাড়া না মেলায় প্রতিবেশীরা দরজা ভাঙার সিদ্ধান্ত নেন। এরপর দু’জনকে ঘরের ভিতরে পড়ে থাকতে দেখেন। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

নয়ডা সেন্ট্রাল জোনের এসিপি রাজীব গুপ্তা বলেন, সারা রাত ধরে স্টোভে ছোলা ‘সিদ্ধ’ হয়েছে। সারা ঘর ধোঁয়া এবং বিষাক্ত গ্যাসে ভরে গিয়েছিল। বাড়ির দরজাও বন্ধ ছিল। ফলে অক্সিজেনের অভাব দেখা দেয়। কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে গিয়েছিল ঘরের ভিতর। তাই দমবন্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

Advertisement