জয়পুরকে হেরিটেজ ঘোষণা ইউনেস্কোর

ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৩ -তম অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

Written by SNS New Delhi | July 8, 2019 2:57 pm

জয়পুরের হাওয়া মহল (ছবি-Getty Images)

ঐতিহ্য ঘেরা শহর।যে শহরেব পরতে পরতে রয়েছে চোখ ধাঁধানাে অপূর্ব সব কারুকার্য।দেশের সেই গােলাপি শহর জয়পুরকে এবার ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিতে চলেছে ইউনেস্কো।

ইউনেস্কোর তরফে গতকাল দুপুরে টুইট করে জানানাে হয়েছে।রাজস্থানের জয়পুর শহর এখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতবর্ষকে অভিনন্দন।

ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৩ -তম অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজারবাইজানের রাজধানী বাকু শহরে চলছে এই অধিবেশন।