• facebook
  • twitter
Thursday, 23 January, 2025

অর্শগন্ধার সচেতনতা প্রচার নিয়ে পতঞ্জলি রিসার্চ ফাউন্ডেশনের ক্যুইজ প্রতিযোগিতা

অর্শগন্ধার সচেতনতা প্রচারে রুরকির স্মার্ট এগ্রিকালচারাল কোর ইউনিভার্সিটিতে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করল হরিদ্বারের পতঞ্জলি রিসার্চ ফাউন্ডেশন।

আয়ুষ মন্ত্রকের ন্যাশনাল মেডিক্যাল প্ল্যান্ট বোর্ড এবং দেরাদুনের নিউ দিল্লি কো-স্টেট মেডিক্যাল প্ল্যান্ট বোর্ড অর্শগন্ধার সচেতনতা প্রচার নিয়ে কাজ করে। অর্শগন্ধার সচেতনতা প্রচারে রুরকির স্মার্ট এগ্রিকালচারাল কোর ইউনিভার্সিটিতে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করল হরিদ্বারের পতঞ্জলি রিসার্চ ফাউন্ডেশন।

পতঞ্জলি রিসার্চ ফাউন্ডেশনের বিজ্ঞানী ডঃ উদয় ভান প্রজাপতি মেডিক্যাল হার্বস চাষের পদ্ধতি নিয়ে বক্তব্য রাখেন। তাঁর বক্তৃতার পর একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলেজ অফ স্মার্ট এগ্রিকালচারাল, কোর ইউনিভার্সিটির প্রধান ডঃ অমিত কুমার বশিষ্ঠ, পতঞ্জলি রিসার্চ ফাউন্ডেশনের বিজ্ঞানী ডঃ রামশঙ্কর, ডঃ উদয় ভান প্রজাপতি, মিস সিনু উপস্থিত ছিলেন।

ক্যুইজ প্রতিযোগিতায় মোট ৪৪ জন প্রতিযোগী উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই ডঃ উদয় ভানের বক্তব্যও শোনেন। উপস্থিত শিক্ষার্থীরা ভেষজ উদ্ভিদ সম্পর্কে অনেক তথ্য জানতে চান। ডঃ উদয় ভান প্রজাপতি শিক্ষার্থীদের সমস্ত প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানের শেষে বিজ্ঞানী ডঃ রামশঙ্কর সকল অংশগ্রহণকারীদের বিশেষ কিট এবং শংসাপত্র বিতরণ করেন। প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডঃ অমিত কুমার বশিষ্ঠ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।