• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

নাবালিকা ধর্ষণের ঘটনায় উত্তাল রাজস্থানের উদয়পুর

নাবালিকা ধর্ষণের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল রাজস্থানের উদয়পুরে। রাস্তা অবরোধ থেকে শুরু করে পুলিশের গাড়িতে ভাঙচুর, কিছুই বাকি রইল না।

জয়পুর– নাবালিকা ধর্ষণের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল রাজস্থানের উদয়পুরে। রাস্তা অবরোধ থেকে শুরু করে পুলিশের গাড়িতে ভাঙচুর, কিছুই বাকি রইল না। বিক্ষুব্ধ গ্রামবাসীদের হুঙ্কার, যতক্ষণ না অভিযুক্তের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে, ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যাবেন। পুলিশের তরফে গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু তাতেও পরিস্থিতি খুব একটা শান্ত হয়নি বলে স্থানীয় সূত্রে খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মাঠে গিয়েছিল বছর আটেকের এক নাবালিকা। সেই সময় এক ব্যক্তি তার মুখ চেপে ধরে জঙ্গলে নিয়ে যান। তার পর ধর্ষণ করেন বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হলে খুনের হুমকি দেওয়া হয় নাবালিকাকে। এই ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেলেও পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। অভিযুক্তের দ্রুত শাস্তির দাবি তুলে সোমবার পথে নামেন এলাকার বাসিন্দারা।

Advertisement

গ্রামবাসীরা জাতীয় সড়কও অবরোধ করেন। তাঁদের সরাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়। তার পরই পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ভাঙচুর চালানো হয় পথচলতি বেশ কয়েকটি গাড়ি এবং বাসেও। বাদ যায়নি মহকুমাশাসকের গাড়িও। পরে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নাবালিকাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তদন্তকারী পুলিশ আধিকারিক হুকুম সিংহ জানিয়েছেন, আপাতত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

Advertisement

Advertisement