• facebook
  • twitter
Wednesday, 12 February, 2025

দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জোড়া মামলা দায়ের

গোবিন্দপুরী থানায় অতিশীর বিরুদ্ধে ২ টি মামলা দায়ের করা হয়েছে

ফাইল চিত্র

কংগ্রেসের হাত, বিজেপির পদ্মফুল, না আপ-এর ঝাড়ু – দিল্লিবাসীর মন জয় করবে কে তারই পরীক্ষা হতে চলেছে বুধবার। রাত পোহালেই নির্বাচনী লড়াই রাজধানীতে। দিল্লির ৭০টি বিধানসভা আসনে এক দফায় ভোট হবে। আগামী ৫ বছরের জন্য দিল্লির মসনদে কে বসতে চলেছে তা নির্ধরণ করবেন দিল্লিবাসী। এরই পরিপ্রেক্ষিতে জোরদার করা হয়েছে রাজধানীর নিরাপত্তা। এদিকে এই নির্বাচনের প্রাক্কালে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনার উপস্থিতিতে পুলিশী নিগ্রহ ও নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে জোড়া মামলা দায়ের হল। দিল্লির গোবিন্দপুরী থানায় মামলা দায়ের হয়েছে।
 
দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশের ডিসিপি জানিয়েছেন, মঙ্গলবার সকালে গোবিন্দপুরী থানায় অতিশীর বিরুদ্ধে ২ টি মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে আপ নেত্রীর বিরুদ্ধে। অভিযোগ, সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ ৬০-৭০ জন আপ সমর্থকদের সঙ্গে ফতেহ সিংহ মার্গের কাছে ঘোরাঘুরি করছিলেন তিনি। তাঁদের সঙ্গে ১০টি গাড়িও ছিল।
সংবাদ সংস্থা সূত্রে খবর, কর্তব্যরত এক পুলিশকর্মী তাঁদের এলাকা ছেড়ে চলে যেতে বললেও তাঁরা শোনেননি। এর পর মোবাইল বার করে ভিডিও রেকর্ডিং করতে যান ওই পুলিশকর্মী। তখনই দুই আপ সমর্থক তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। এক আপ সমর্থক ওই কনস্টেবলকে সজোরে চড় মারেন। অন্য ২ সমর্থক ওই পুলিশকর্মীকে হেনস্থা করেন। আহত কনস্টেবলের নাম কৌশল পাল। এর পরেই অতিশী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। অভিযুক্ত দুই আপ সমর্থক অস্মিত এবং সাগর মেহতাকেও চিহ্নিত করে আটক করেছে পুলিশ।
অতিশীর পাল্টা অভিযোগ, বিজেপি নেতা রমেশ বিধুড়ীর পরিবারের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনার জন্যই তাঁকে নিশানা করেছে দিল্লি পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দিল্লি পুলিশের সমালোচনা করেছেন অতিশী। তিনি বলেন, ‘প্রকাশ্যে নির্বাচনী বিধি লঙ্ঘন করছে রমেশ বিধুড়ীজির পরিবার। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ আমি তাদের বিরুদ্ধে পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করায় আমার নামেই মামলা করা হল।’ 

অতিশীর আরও অভিযোগ, তাঁর ২ সমর্থককে অন্যায়ভাবে আটক করেছে পুলিশ। যদিও ডিসিপির দাবি,  রমেশের পুত্র মণীশ বিধুড়ীর বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। অভিযোগ, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও তিনি নির্বাচনী প্রচারে অংশ নেন।

 এদিকে বুধবার বিধানসভা নির্বাচনের আগে সরগরম দিল্লি। রাত পোহালেই ৭০ বিধানসভা আসনে শুরু হবে ভোটগ্রহণ। কেজরীওয়ালের আম আদমি পার্টি সরকারের দুর্নীতি নিয়ে সরগরম হতে দেখা গিয়েছে বিজেপিকে। আবগারি দুর্নীতি মামলায় জেলেও যেতে হয়েছে কেজরীকে। জেলমুক্তির পর মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন কেজরীওয়াল। তাঁর আশা, তাঁকে মানুষ আবার জয়ী করবেন। এই পরিস্থিতিতে এবার আপের কাছে দিল্লির লড়াই সবথেকে গুরুত্বপূর্ণ। অন্যদিকে দিল্লির কুর্সি দখলে মরিয়া বিজেপিও। 
 
কংগ্রেস লড়াইয়ের ময়দানে থাকলেও এবার মূল লড়াই আপ এবং বিজেপির। দুই দলই ইস্তাহারে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। তবে সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর লাগবে না বলে যে ছাড় ঘোষণা করা হয়েছে তার আঁচ দিল্লি ভোটে পড়ে কিনা সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। কারণ বিশ্লেষকদের মতে, দিল্লিতে ৬৭ শতাংশের বেশি মধ্যবিত্তের বাস। ফলে তাঁদের বড় অংশ এই ছাড় ঘোষণার পর বিজেপির দিকে ঝুঁকতে পারে। অন্যদিকে দুর্নীতির নানা অভিযোগে কিছুটা পিছিয়ে কেজরীর শিবির।
 
আবার মহিলা ভোট টানতেও প্রতিশ্রুতির প্রতিযোগিতা দুই শিবিরে। মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনার টাকা বাড়িয়ে ২ হাজার ১০০ করার প্রতিশ্রুতি দিয়েছে আপ। আবার বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় এলে ২ হাজার ৫০০ টাকা দেওয়া হবে। সব মিলিয়ে দিল্লির কুর্সি দখলে আপ ও বিজেপির লড়াইয়ে মরিয়া সব পক্ষই।