সাইকেলে করেই সংসদে গেলেন তৃণমূল সাংসদরা

মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্লোগান লেখা সাদা জামা পরে, তৃণমূল সাংসদরা বিক্ষোভ দেখান। যদিও সাইকেলে করে সংসদে ঢােকার আগেই তাদেরকে আটকে দেওয়া হয়। 

Written by SNS New Delhi | July 20, 2021 11:48 am

সাইকেলে করে সংসদে গেলেন তৃণমূল সাংসদরা (Photo: Twitter | @SomPinki)

তৃণমূলের আটজন সাংসদ সােমবার সাইকেল চালিয়ে সংসদে গেলেন। পেট্রোল, ডিজেল সহ পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এভাবেই প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ। 

মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্লোগান লেখা সাদা জামা পরে, তৃণমূল সাংসদরা বিক্ষোভ দেখান। যদিও সাইকেলে করে সংসদে ঢােকার আগেই তাদেরকে আটকে দেওয়া হয়। 

প্রথমে ভাবা হয়েছিল ঘােড়ার গাড়ি করে সংসদে ঢুকবেন সাংসদরা। কিন্তু বিষয়টি রাজকীয় হয়ে যেতে পারে, এই আশঙ্কায় শেষ পর্যন্ত সাইকেলকেই বেছে নেওয়া হয় প্রতিবাদের হাতিয়ার হিসেবে। 

ডেরেক ও’ব্রায়ান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘােষ, নাদিমুল হক, শান্তনু সেন, আবীর বিশ্বাসরা এদিন সাইকেল চালিয়ে সংসদে যান।