দিল্লির বসন্ত কুঞ্জ এলাকার জয় হিন্দ কলোনিতে বসবাসকারী বাঙালিদের জল ও বিদ্যুৎ কেটে দিয়ে উচ্ছেদ করার এবং তাঁদের প্রতি অমানবিক আচরণের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আজ দুপুর তিনটে থেকে আগামী কাল দুপুর তিনটে পর্যন্ত প্রতিবাদ ধর্না শুরু করেছে। তৃণমূলের দাবি, ওই বস্তিতে বসবাসকারি প্রায় ১০০০ পরিবারের মানুষদের শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে উচ্ছেদ করা হচ্ছে। এদিন তৃণমূল কংগ্রেসের সাংসদরা এই ঘটনার প্রতিবাদে ধর্নায় বসে কোনও স্লোগান দিচ্ছেন না। বরং সাংসদদের সুরে সুর মিলিয়ে কোচবিহার ও অসমের বাঙালি পরিযায়ী শ্রমিকদের পরিবাররা গাইছেন, কবি কাজী নজরুল ইসলামের নুজরুইল গীতি:
“কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল, কররে লোপাট”
জয় হিন্দ কলোনির জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে এবং বিষয়টি এখনও দিল্লি হাইকোর্টে বিচারাধীন। প্রায় ৬০ বিঘা জমির মালিকানা দাবি করেছেন ৩০ জন, দিল্লি সরকারের তরফে জমিটি ডিডিএ-এর অন্তর্গত বলে দাবি করা হয়েছে। সেই কারণে বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ করে দিয়েছে প্রশাসন। তবে, কলোনির লোকেরা বলছেন, তাঁরা বহু বছর ধরে এখানে বসবাস করছেন। তাঁদের বৈধ পরিচয়পত্রও রয়েছে। এখন প্রশ্ন হল, শিশু এবং বয়স্কদের নিয়ে তাঁরা কোথায় যাবেন? তৃণমূলের অভিযোগ, ‘কেবল বাঙালি বলেই তাঁদের টার্গেট করা হচ্ছে।’ তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শুধু এখানেই নয়, দিল্লির প্রায় এক ডজন বস্তি থেকে বাংলার মানুষকে বারবার উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে।
কর্মসংস্থানের সন্ধানে আসা এই মানুষগুলো প্রতিবারই রাস্তায় নেমে আসে। কারণ তাদের আর কোথাও যাওয়ার রাস্তা নেই। টিএমসি বলছে, এদের একমাত্র ‘অপরাধ’ হল, এঁরা বাঙালি। তৃণমূল অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও মানবিক কারণে বসন্ত কুঞ্জের বাসিন্দাদের সমর্থন করার জন্য আবেদন জানিয়েছে।