• facebook
  • twitter
Monday, 16 June, 2025

জলমগ্ন বেঙ্গালুরুতে বিপর্যস্ত ট্র্যাফিক ব্যবস্থা, দেওয়াল চাপা পড়ে মৃত ১ মহিলা

পরিস্থিতি সামাল দিতে এখন কর্নাটক সরকার নানান উপায় অবলম্বন করলেও বেঙ্গালুরুর জলমগ্ন পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

ভারী বৃষ্টিপাতে জলমগ্ন বেঙ্গালুরুর একাধিক এলাকা। শহরের বিভিন্ন রাস্তাঘাট জলে ডুবে আছে। ফলে যানবাহনের পরিবর্তে এইসব রাস্তায় এখন চলছে ভেলা বা টিউব। অনেকেই বাড়িতে জলবন্দি হয়ে আছেন! তবে শুধু অলিগলি নয়, শহরের বড় বড় রাস্তাও এখন জলের তলায়। পূর্ব বেঙ্গালুরুতে একটি বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যুও হয়েছে এক মহিলার। মৃতের নাম শশিকলা (৩৫)। তিনি একটি বেসরকারি কোম্পানিতে পরিচারিকার কাজ করেন। সোমবার সকালে তিনি কাজে বেরিয়েছিলেন। পথেই দুর্ঘটনার কবলে পড়েন। এলাকারই একটি বাড়ি দেওয়াল ভেঙে পড়ে ধ্বংসস্তূপে চাপা পড়ে যান তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

বেঙ্গালুরু-সহ বেশ কয়েকটি এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তা ছাড়া কর্নাটকের অন্যান্য জায়গাগুলিতেও আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর কন্নড়, উডুপি, বেলাগাভির কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

প্রশাসনিক সূত্রের খবর, পরিস্থিতির উপর নজর রাখছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এখন প্রশাসনে প্রথম কাজই বন্যা পরিস্থিতি মোকাবিলা করা। ভবিষ্যতে যাতে এমন না হয়, তার স্থায়ী সমাধান খোঁজার কাজও চলছে। ইতিমধ্যে বেশ কিছু পরিবারকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, শনিবার বিকেল থেকেই ব্যাপক বৃষ্টি হয়েছে বেঙ্গালুরু ও তার পার্শ্ববর্তী এলাকায়। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণও বেড়েছে। ফলে শহরের বিভিন্ন প্রান্তে জল জমতে শুরু করে। শহরের বিভিন্ন মেট্রো স্টেশনেও জল ঢুকে পড়েছে। ফলে মেট্রো পরিষেবাও বিঘ্নিত। এদিকে এই অবস্থায় কাজে বেরিয়ে সমস্যায় পড়েছেন অনেকে। পথচারীদের বিপদ এড়াতে বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, যতক্ষণ না জল নামছে, ততক্ষণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। শনিবারের পর রবিবার সকালেও একই চিত্র। বৃষ্টির জলছবির কোনও পরিবর্তন হয়নি। টানা বৃষ্টির জেরে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। শহরে যান চলাচল তো দূরের কথা বিভিন্ন জায়গায় ট্র্যাফিক ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে।

তবে পরিস্থিতি সামাল দিতে এখন কর্নাটক সরকার নানান উপায় অবলম্বন করলেও বেঙ্গালুরুর জলমগ্ন পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শহরের এই পরিস্থিতির জন্য কংগ্রেস সরকারকেই দায়ী করছে বিরোধীদল বিজেপি। তাদের কটাক্ষ, ‘‘বেঙ্গালুরু এখন ভেনিসে পরিণত হয়েছে!’’ কংগ্রেস সরকারকে ক্রমাগত আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। বিজেপি নেতা অমিত মালবীয় জলমগ্ন বেঙ্গালুরুর বেশ কয়েকটি টুকরো টুকরো ছবি পোস্ট করে জানান, মাত্র কয়েক পশলার বৃষ্টিতেই শহর ভেনিসে পরিণত হয়েছে। কংগ্রেস সরকারের উদাসীনতাই এর জন্য দায়ী। মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রীর কোনও পরিকল্পনাই নেই বেঙ্গালুরু নিয়ে।