২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে একদিকে দিল্লির কর্তব্য পথে যখন ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের প্যারেড ও প্রদর্শনী চলছে, ঠিক সেই সময়ে হরিয়ানায় আন্দোলনরত কৃষকরা ট্রাক্টর মিছিল করে প্রতিবাদের নতুন মাত্রা দেন। প্রতি বছরের মতো এ বারও তাঁরা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) সংক্রান্ত দাবি দাওয়া নিয়ে মিছিল বের করেন। কিন্তু সেই মিছিলে তাঁদের একটাই আক্ষেপ, ‘সরকার আমাদের কণ্ঠকে সম্মান করে না।’ এরপরই বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে দেশ জুড়ে চর্চা শুরু হয়েছে।
জানা গিয়েছে, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংযুক্ত কিসান মোর্চা (এসকেএম)-র ডাকে শয়ে শয়ে কৃষক হরিয়ানার কার্নালে ট্র্যাক্টর মিছিলে অংশগ্রহণ করেন। ফসলের এমএসপি, কৃষিঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না-বৃদ্ধি করার মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘ দিন ধরে কৃষকদের আন্দোলন চলছে। এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি দেশজোড়া ট্র্যাক্টর মিছিলের ডাক দিয়েছিল সংযুক্ত কিসান মোর্চা। সেই ডাকেই রাস্তায় নেমেছেন কৃষকরা। রবিবার দুপুর আড়াইটে পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চলে। পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ-সহ সারা দেশের বিভিন্ন রাজ্যে ট্র্যাক্টর মিছিল বের করা হয়। এর আগে ২০২১ সালেও প্রতিবাদী কৃষকরা ট্রাক্টর মিছিল বের করেছিলেন। কিন্তু সেবার পুলিশের বাধা উপেক্ষা করে রাজধানী দিল্লিতে সেই বিশাল ট্র্যাক্টর মিছিলে অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা।
Advertisement
এদিন মিছিল চলাকালীন অমৃতসর থেকে কৃষক নেতা সরওয়ান সিংহ পন্ধের বলেন, ‘৭৫ বছর আগে এই দিনে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। কিন্তু কেন্দ্রের বর্তমান সরকার কৃষক-শ্রমিকদের কণ্ঠস্বরকে সম্মান করে না। তাদের দাবিও মানে না।’
Advertisement
Advertisement



