কৃষি বিলের প্রতিবাদে দিল্লিতে ট্রাক্টর অভিযান, থাকবেন বাংলার কৃষকরাও

কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরােধিতায় দেশের ৪৫০টিরও বেশি কৃষক সংগঠন আগামী ২৭ নভেম্বর দিল্লি অবরােধ করার হুশিয়ারি দিয়েছে।

Written by SNS Delhi | November 6, 2020 2:08 am

প্রতীকী ছবি (Photo: iStock)

হাজার হাজার ট্রাক্টর নিয়ে দিল্লি অবরােধ করার প্রস্তুতি শুরু করলো কৃষক সংগঠনগুলি। কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরােধিতায় দেশের ৪৫০টিরও বেশি কৃষক সংগঠন আগামী ২৭ নভেম্বর দিল্লি অবরােধ করার হুশিয়ারি দিয়েছে।

পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে অন্তত ৩০-৪০ হাজার ট্রাক্টর নিয়ে প্রায় এক লক্ষ কৃষক ও খেতমজুর ওইদিন দিল্লি অবরােধ করবেন। এই কর্মসূচির সলতে পাকাতে গতকাল কলকাতায় ২১টি কৃষক ও খেতমজুর সংগঠনের যৌথ কনভেনশন হয়। ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় পশ্চিমবঙ্গ থেকে সীমিত সংখ্যক কৃষক ও খেতমজুর দিল্লির ওই অবরােধে যাবেন।

দিল্লি অবরােধে প্রতীকি অংশগ্রহণ করলেও আগামী ২৬ নভেম্বর শ্রমিক সংগঠনগুলির ডাকা দেশজোড়া ধর্মঘটের দিন পশ্চিমবঙ্গে গ্রামীণ ধর্মঘটের ডাক দিয়ে রাজা ও জাতীয় সড়ক অবরােধ করার পরিকল্পনা করেছে কৃষক ও খেতমজুরদের সংগঠনগুলি। দিল্লি অবরােধের দিন রাজ্যে বিডিও, এসডি ও জেলাশাসকদের অফিসের সামনে কৃষি আইন বাতিলের দাবি এবং পৃথক আইন তৈরির দাবিতে বিক্ষোভ ও অবস্থান হবে।