দেশের তিন রাজ্যে মোট মৃত্যুর হার প্রায় ৬৫ শতাংশ 

সংক্রমণ আগের থেকে অনেক কমলেও দৈনিক মৃত্যু কমার কোনও লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মৃত্যু হয়েছে ৩২৮০ জনের।

Written by SNS New Delhi | June 6, 2021 1:42 pm

প্রতীকী ছবি (Photo by SAM PANTHAKY / AFP)

সংক্রমণ আগের থেকে অনেক কমলেও দৈনিক মৃত্যু কমার কোনও লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মৃত্যু হয়েছে ৩২৮০ জনের। যদিও বৃহস্পতিবার ও শুক্রবার ২৭১৩ ও ২৮৮৭ জনের মৃত্যু হয়েছিল। 

দেশের দৈনিক মৃত্যুর চার ভাগের তিন ভাগ হচ্ছে ৬ টি রাজ্য থেকে। অর্ধেকের বেশি হচ্ছে তিনটি রাজ্যে। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৩৭৭ জনের, কর্নাটকে ৩৬৪ এবং তামিলনাড়ুতে ৪৬৩ জনের। ২২০৪ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায় এই তিন রাজ্যে। 

মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কর্নাটকে শনিবার দৈনিক মৃত্যু প্রায় ৬৫ শতাংশ এই তিন রাজ্যে। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গ, কেরল, উত্তরপ্রদেশ। এই তিনটি রাজ্যে প্রত্যেকদিনই ১০০-র বেশি মৃত্যু হচ্ছে। 

কেরলে গত ২৪ ঘণ্টায় ১৩৫ জন, উত্তরপ্রদেশে ১৩৬ জন এবং পশ্চিমবঙ্গে ১১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ ৮২, পাঞ্জাব ৮৭, হরিয়ানা ৭৩, উরাখণ্ড ৫৭, অসম ৫৪, মধ্যপ্রদেশ ও দিল্লি ৫০ করে, রাজস্থানে দৈনিক মৃত্যু থাকছে ৪০ থেকে ৫০-এর মধ্যে।