রাজ্যসভায় গুলামের চেয়ারে এবার খাড়গে

গুলাম নবি আজাদের বিকল্প খুঁজে পেল কংগ্রেস হাইকমান্ড। গুলাম নবি আজাদের পর ওই পদের দায়িত্বভার তুলে দেওয়া হচ্ছে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের হাতে।

Written by SNS Delhi | February 13, 2021 11:03 am

গুলাম নবি আজাদ এবং মল্লিকার্জুন খাড়গে (Photo: SNS)

রাজ্যসভায় বিরােধী দলনেতা হিসাবে অবশেষে গুলাম নবি আজাদের বিকল্প খুঁজে পেল কংগ্রেস হাইকমান্ড। গুলাম নবি আজাদের পর ওই পদের দায়িত্বভার তুলে দেওয়া হচ্ছে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের হাতে।

সংবাদসংস্থা সূত্রে খবর- বিরােধী দলনেতা হিসাবে খাড়গের নাম রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাউডুকে চিঠি লিখে জানিয়েছে কংগ্রেস। কর্নাটকের দলিত নেতা ২০১৪ সাল। থেকে ২০১৯ সাল পর্যন্ত লােকসভায়। কংগ্রেসের নেতা হিসাবে দায়িত্ব সামলেছেন। সূত্রের খবর, আজাদকে উচ্চকক্ষের ফের ফেরত আনতে চায় কংগ্রেস।

চলতি সপ্তাহেই রাজ্যসভা থেকে ওলাম নবি আজাদকে বিদায়ী সংবর্ধনা জানানাে হয়। আজাদকে বিদায় জানাতে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। বক্তব্যের মাঝে কয়েক মিনিট থেমে যান মােদি ষ। কাঁদো কাঁদো গলায় ফের শুরু করেন বক্তব্য। গুলাম প্রসঙ্গে মােদি বলেছিলেন, আপনাকে অবসর নিতে দেব না। আপনার পরামর্শ নিতেই থাকব। আপনার জন্য আমার দরজা সব সময় খোলা।

গুলাম নবি আজাদ প্রসঙ্গে নরেন্দ্র মােদি আরও বলেছিলেন, একজন বিরােধী দলের নেতা হিসাবে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকাই স্বাভাবিক। কিন্তু গুলাম নবি আজাদ দলীয়। রাজনীতির উর্ধে উঠে দেশকে প্রাধান্য দিয়েছেন সব সময়। রাজনৈতিক বিষয়ে তার পরামর্শ যে কতখানি মুল্যবান, সে কথাও তুলে ধরেছেন মােদি।

রাজ্যসভায় মােদি বলেন, বহু বছর ধরে গুলাম নবি আজাদকে চিনি। আমরা এক সময় মুখ্যমন্ত্রী ছিলাম। মুখ্যমন্ত্রী হওয়ার আগেও ওর সঙ্গে কথা হত। উনি একজন সত্যিকারের বন্ধু।

অন্যদিকে বিদায়ী ভাষণে গুলাম নবি আজাদ বলেছিলেন- আমি সেই সব সৌভাগ্যবানদের মধ্যে একজন যিনি কখনও পাকিস্তান যাননি। যখন পাকিস্তানের কথা পড়ি, তখন হিন্দুস্তানি মুসলিম হিসাবে গর্ব বােধ করি।