• facebook
  • twitter
Monday, 2 December, 2024

দিল্লিতে যুবককে গুলি করে হত্যা

রাজধানী দিল্লিতে অপরাধমূলক ঘটনা কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এবার ওয়েলকাম এলাকা থেকে গোলাগুলির ঘটনা সামনে এসেছে।

রাজধানী দিল্লিতে অপরাধমূলক ঘটনা কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এবার ওয়েলকাম এলাকা থেকে গোলাগুলির ঘটনা সামনে এসেছে। এক যুবককে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শুটআউটের ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

দিল্লির ওয়েলকাম এলাকায় গতকাল রাতে গোলাগুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুরো ঘটনাটি ঘটিয়েছে তিন দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম নাদিম। শুক্রবার রাতে দোকান থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির কাছে আসতেই নাদিম ও তাঁর বন্ধুদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ নাদিমের মৃত্যু হয়। হামলার জেরে নাদিমের এক বন্ধুর পায়ে গুলি লাগে। তৃতীয় যুবক এই হামলা থেকে বেঁচে গিয়েছেন।

নিহত নাদিমের একটি জিন্স তৈরির কারখানা ছিল। গুলি চালানোর পর দুষ্কৃতীরা তাদের বাইক ফেলে নাদিমের স্কুটার ও ফোন নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর থেকেই এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। মৃত নাদিমের এক বন্ধু্কে চিকিৎসার জন্য জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

ঘটনাস্থলের আশেপাশে লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোল ও একজোড়া জুতো উদ্ধার করেছে। দুষ্কৃতীদের বাইকটি জব্দ করেছে। ঘটনার পর পুলিশ ও এফএসএল টিম ঘটনাস্থলে পৌঁছেছে।

সূত্রের খবর, এই ঘটনায় তিন নাবালককে আটক করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, অভিযুক্তদের মধ্যে এক যুবক নাদিমের কাছ থেকে সুদের হারে ১০ হাজার টাকা ধার নিয়েছিল। নাদিম অভিযুক্তকে সুদ পরিশোধের জন্য চাপ দিচ্ছিল। সেই হমকির জেরেই নাদিমকে হত্যার পরিকল্পনা করা হয়।