• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দিল্লিতে জিম প্রশিক্ষককে গুলি, তুমুল চাঞ্চল্য

ফের রাজধানীতে গোলাগুলির ঘটনা ঘটল। দিল্লির ত্রিলোকপুরী এলাকায় রবি নামে এক বডি বিল্ডারের ওপর গুলি চালানো হয়েছে বলে অভিযোগ।

ফের রাজধানীতে গোলাগুলির ঘটনা ঘটল। দিল্লিতে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। দিল্লির ত্রিলোকপুরী এলাকায় রবি নামে এক বডি বিল্ডারের ওপর গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। বুধবার রাতে বন্ধুদের সঙ্গে গল্প করার সময় দুষ্কৃতীরা তাঁকে ৫টি গুলি করে। রবিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ত্রিলোকপুরীর বাসিন্দা রবি একজন বডি বিল্ডার পাশাপাশি জিম প্রশিক্ষণও দেন। বডি বিল্ডিংয়ে অনেক পুরস্কার জিতেছেন তিনি। গোলু নামে এক অপরাধী রবির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত। রবি ও গোলুর মধ্যে প্রায় ১৫ বছর ধরে শত্রুতা চলে আসছে। এর আগেও বেশ কয়েকবার দু’জনের মধ্যে মারামারি হয়েছে। রবির পরিবারে কিছু লোক আছে, যাদের অপরাধমূলক ইতিহাস রয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে পার্কে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন রবি। তখন কয়েকজন দুষ্কৃতী সেখানে এসে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন রবিও। গুলি চালিয়ে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রবি ও গোলুর মধ্যে পুরনো শত্রুতার জেরেই এই হামলা চালানো হয়েছে।

Advertisement

এই ঘটনার প্রেক্ষিতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল টুইটারে রবির ওপর গুলি চালানোর খবর শেয়ার করে লিখেছেন, এখন অপরাধীদের আইনের ভয় নেই। তিনি বলেন, হৃদয়বিদারক খবর নিয়ে আরেকটি সকাল। প্রকাশ্যে গুলি চালানো হচ্ছে। দিল্লির অপরাধীদের মধ্যে এখন আর আইনশৃঙ্খলার ভয় নেই।

Advertisement