• facebook
  • twitter
Friday, 13 September, 2024

ট্রাক খাদে পড়ে গিয়ে মৃত্যু হল তিন জওয়ানের 

অরুণাচল প্রদেশের পাহাড়ি এলাকায় সেনার ট্রাক খাদে পড়ে গিয়ে মৃত্যু হল তিন জওয়ানের । গুরুতর জখম চারজন। সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনাটি ঘটে মঙ্গল‍বার অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায়। দুর্ঘটনা চোখে পড়তেই ছুটে আসেন স্থানীয় মানুষ। পুলিশে খ‍বর দেওয়া হয়। এরপর শুরু হয় উদ্ধারকাজ।

অরুণাচল প্রদেশের পাহাড়ি এলাকায় সেনার ট্রাক খাদে পড়ে গিয়ে মৃত্যু হল তিন জওয়ানের । গুরুতর জখম চারজন। সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনাটি ঘটে মঙ্গল‍বার অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায়। দুর্ঘটনা চোখে পড়তেই ছুটে আসেন স্থানীয় মানুষ। পুলিশে খ‍বর দেওয়া হয়। এরপর শুরু হয় উদ্ধারকাজ। তবে ঘটনাস্থলেই তিন জওয়ানের মৃত্যু হয়। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয়।
 
এই দুর্ঘটনায় নিহত হন জওয়ান হাবিলদার নখাত সিং, নায়েক মুকেশ কুমার এবং গ্রেনেডিয়ার আশিস। তাঁরা সকলেই সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের কর্মী ছিলেন।
 
এই ঘটনায় শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ড। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে জানানো হয় , ‘লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি-সহ সমস্ত পদাধিকারী আধিকারিকরা তিন জওয়ানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। নখাত সিং, নায়েক মুকেশ কুমার এবং আশিসের এই বলিদান চির স্মরণীয় হয়ে থাকবে। ভারতীয় সেনা শোকাহত পরিবারের পাশে রয়েছে।’


কীভা‍বে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।