• facebook
  • twitter
Thursday, 15 January, 2026

অভিষেকের উপর হামলার হুমকি! ডোমকলের যুবক গ্রেপ্তার হরিয়ানায়

উদ্ধার আগ্নেয়াস্ত্র-বোমা

ধৃত সরিজুল শেখ।

তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার হুমকির অভিযোগে মুর্শিদাবাদের এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সরিজুল শেখ। সে ডোমকলের আমিনাবাদের বাসিন্দা। তাকে হরিয়ানার আম্বালা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও বোমা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ আগস্ট মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার থানায় সরিজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযোগে বলা হয়, সরিজুল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আগামী ১০ দিনের মধ্যে হামলার হুমকি দিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গোপন সূত্রে জানা যায়, সরিজুল হরিয়ানায় লুকিয়ে রয়েছে। স্থানীয় পুলিশের সহযোগিতায় তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

তদন্তকারীদের দাবি, সরিজুলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক অপরাধমূলক পোস্ট মিলেছে। পাশাপাশি, বেআইনি অস্ত্র ব্যবসার সঙ্গেও যুক্ত ছিল সে। ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতে নিয়ে জেরা করা হবে। পুলিশের ধারণা, জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসা এবং হুমকি পোস্টের নেপথ্য নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসতে পারে।

Advertisement

Advertisement