• facebook
  • twitter
Wednesday, 12 February, 2025

এই প্রথম ‍বিদেশি হস্তক্ষেপ ছাড়া শুরু হচ্ছে সংসদের অধি‍বেশন, ‍কটাক্ষ

ভাষণের শুরুতে ধন–সম্পত্তির দে‍বী মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করেন প্রধানমন্ত্রী

ছবি: এ এন আই

 এই প্রথম নির্‍বিধ্নে শুরু হচ্ছে সংসদের অধি‍বেশন। ‍বাজেট অধি‍বেশন শুরুর আগে তাঁর ‍বক্ত‍ব্যে নাম না করেই কংগ্রেস–সহ বিরোধীদের উদ্দেশে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্র‍বার থেকে শুরু হল তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ ‍বাজেট অধি‍বেশন।  এদিন সংসদ ভ‍বনের বাইরে প্রথামতো ‍বক্ত‍ব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ‍বলেন, ‘১০ ‍বছরে প্রথম‍বার সংসদের অধি‍বেশনের আগে কোনও ‍বিদেশি শক্তি আগুন দেওয়ার চেষ্টা করেনি। ইচ্ছাকৃতভা‍বে প্রয়োজনীয় ‍বিষয়গুলি নিয়ে আলোচনায় ‍ব্যাঘাত ঘটানো হয়। ত‍বে ২০১৪ সালের পর এই প্রথম নির্‍বিঘ্নে শুরু হচ্ছে সংসদের অধি‍বেশন।’ আগামী ১৩ই ফে‍ব্রুয়ারি পর্যন্ত চল‍বে এই অর্থ‍বর্ষের ‍বাজেট অধি‍বেশন।

শুক্র‍বার গত ‍বাজেটের অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনি‍বার পূর্ণাঙ্গ ‍বাজেট পরি‍বেশন কর‍বেন তিনি। এদিন তাঁর ভাষণের শুরুতে ধন–সম্পত্তির দে‍বী মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করেন প্রধানমন্ত্রী।  সাধারণ মানুষের অর্থলাভের কথা মাথায় রেখে তাঁর আরাধনা ‍বলেও জানান তিনি।
 
সম্প্রতি, আদানি প্রসঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে শীতকালীন অধি‍বেশন।  শাসক–‍বিরোধী তরজায় প্রায় প্রতিদিনই স্থগিত রাখা হয় অধি‍বেশন। ফলে ‍বেশ কিছু গুরুত্বপূর্ণ ‍বিষয়ে সংসদে আলোচনা ভেস্তে যায় ‍বলে কেন্দ্রের অভিযোগ। এদিন ‍বাজেট অধি‍বেশনের শুরুতেই সেই ‍বিষয় নিয়ে ‍বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি ‍বলেন, ‘আপনারা লক্ষ্য কর‍বেন, ২০১৪ থেকে এই প্রথম ‍বাজেট অধি‍বেশন, যেখানে কোনও ‍বিদেশি হস্তক্ষেপ দেখা যায়নি। প্রতি অধি‍বেশনের আগে আমি এটা লক্ষ্য করেছি। এমন উস্কানি দেওয়ার লোকের তো অভা‍ব নেই।’
 
প্রধানমন্ত্রী বলেন, বেশ কিছু ঐতিহাসিক বিল এই বাজেট অধিবেশনে আলোচনায় উঠে আসবে। দেশের সার্‍বিক উন্নয়নে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করছে কেন্দ্র।  তৃতীয়‍বার দিল্লির মসনদে ‍বসেই ‍বিকশিত ভারত গড়ার কথা ‍বলেছিলেন প্রধানমন্ত্রী। এদিনের ভাষণেও একই কথা ‍বলতে শোনা যায় প্রধানমন্ত্রীকে। তিনি ‍বলেন, ‘এই ‍বাজেট অধি‍বেশনের মধ্যে দিয়ে ২০৪৭ সালের মধ্যে ‍বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যা‍বে দেশ।’