সংবিধান বদলের চক্রান্ত হচ্ছে, মোদির বিরুদ্ধে তোপ সোনিয়ার 

Written by SNS April 6, 2024 5:45 pm

Raipur, Feb 26 (ANI): Congress Parliamentary Party (CPP) Chairperson Sonia Gandhi addresses at the Congress' 85th Plenary Session, in Raipur on Saturday. (ANI Photo)

দিল্লি, ৬ এপ্রিল – লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে তীব্র আক্রমণ করলেন সোনিয়া গান্ধি। শনিবার জয়পুরের সভায় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী বলেন, ‘মোদিজি নিজেই নিজেকে খুব মহান মনে করেন। কিন্তু প্রকৃতপক্ষে গণতন্ত্রের মর্যাদার বস্ত্রহরণ করছেন তিনি।’ দেশের সর্বনাশ করে গণতন্ত্র নষ্ট করতে উদ্যত হয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী, ভোটারদের উদ্দেশে শনিবার এমনটাই বলেন সোনিয়া । একইসঙ্গে তাঁর চাঞ্চল্যকর দাবি, দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিজেপি-তে যোগদান করানোর জন্য হুমকি দেওয়া হচ্ছে। 

রাজস্থানের জয়পুরের সভা থেকে সোনিয়া গান্ধি বলেন, ‘দেশের গণতন্ত্র বিপন্ন। প্রতিটি ক্ষেত্রে অন্যায় হচ্ছে। দেশের সমস্ত জনগণের উচিত বিজেপি-র বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা। গত ১০ বছর ধরে দেশ এমন এক রাজনৈতিক দলের ক্ষমতায় রয়েছে যারা বেকারত্ব, মুদ্রাস্ফীতি, বিভাজন এবং একনায়কতন্ত্রের রাজনীতি করে চলেছে। মোদি সরকার কী করেছে তা দিনের আলোর মতো স্পষ্ট।’ কংগ্রেসের রাজ্যসভা সাংসদ আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হচ্ছে। চক্রান্ত করে আমাদের দেশের সংবিধান বদলে ফেলার চেষ্টা হয়েছে। এটা একনায়কতন্ত্র। আমরা সবাই  মিলে এর বিরুদ্ধে লড়াই করছি। এর যোগ্য জবাব দেওয়া হবে।’

 সোনিয়া ছাড়াও রাজস্থানের জয়পুরের এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা বঢরাও। তিনি বলেন, ‘ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যে ভোট হবে তা দেশের গণতন্ত্র রক্ষার স্বার্থেই হবে।’ তাঁর সংযোজন, ‘আপনারা হয়তো ভাবছেন, আমাদের দেশের গণতন্ত্র কী ভাবে বিপন্ন হচ্ছে। আমাদের দেশের বড় বড় এজেন্সিগুলিকে অপব্যবহার করা হচ্ছে। আজ পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছে, মানুষ এখন ভোটযন্ত্রের উপরও ভরসা রাখতে পারছে না।’