চিঠিতে ওই যুবক এও লেখেন যে , তিনি কাউকে কোনও ভয় দেখাবেন না বা হুমকি দেবেন না। কোনও রকম হিংসার আশ্রয়ও নেবেন না। তিনি শুধু ওই সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে উপযুক্ত জবাব দিতে চান। এই ধরনের আবেদন ম্যাজিস্ট্রেটের দরবারে সম্ভবত এই প্রথম।
Advertisement
Advertisement



