প্রিয়া রামানির বিরুদ্ধে মামলার রায়দান ১০ ফেব্রুয়ারি

মি টু ক্যাম্পেইনে ২০১৮ সালে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিশিষ্ট সাংবাদিক এম জে আকবরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযােগ তুলেছিলেন সাংবাদিক প্রিয়া রামানি।

Written by SNS Delhi | February 4, 2021 12:39 pm

প্রিয়া রামানি (Photo: IANS

অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবীন্দ্র কুমার দু’পক্ষের বক্তব্য শােনার পর রায়দান স্থগিত রাখলেন।

বিশিষ্ট সাংবাদিক এম জে আকবর ও মিস প্রিয়া রামানি তাদের নিজেদের বক্তব্য পেশ করেন। দিল্লি আদালতের তরফে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের আবেদনটির শুনানি করা হলেও রায়দান পর্ব স্থগিত রাখা হয়েছে। সাংবাদিক রামানির বিরুদ্ধে অপরাধমূলক মানহানির অভিযােগ দায়ের করেছেন।

মি টু ক্যাম্পেইনে ২০১৮ সালে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিশিষ্ট সাংবাদিক এম জে আকবরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযােগ তুলেছিলেন সাংবাদিক প্রিয়া রামানি। আরও ১৫ অক্টোবর, ২০১৮ সালে রামানির। বিরুদ্ধে পাল্টা অভিযােগ দায়ের করেছিলেন।

দিল্লি আদালতের তরফে আগামি ১০ ফেব্রুয়ারি উক্ত মামলার রায়দান করা হবে বলে জানানাে হয়েছে। পাশাপাশি, দু’পক্ষকে তাদের যদি কোনও বক্তব্য থাকে তাহলে আগামি পাঁচ দিনের মধ্যে লিখিত জমা করতে।