• facebook
  • twitter
Monday, 16 June, 2025

মধ্যস্থতা নয়, পাক অধিকৃত কাশ্মীর ফেরানোই লক্ষ্য

ট্রাম্পের প্রস্তাব উড়িয়ে কড়া বার্তা ভারতের

প্রতিনিধিত্বমূলক চিত্র

কাশ্মীর ইস্যুতে ভারত বরাবরই তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধিতা করে এসেছে। তাই এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে গুরুত্ব দিতে রাজি নয় ভারত। ভারতের লক্ষ্য, পাক অধিকৃত কাশ্মীরকে নিজের দখলে নেওয়া। পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয় হতে পারে একমাত্র সন্ত্রাসবাদ নির্মূল করা নিয়ে। রবিবার ডোনাল্ড ট্রাম্প জম্মু-কাশ্মীরের সমস্যা নিয়ে ভারতকে মধ্যস্থতার যে প্রস্তাব দিয়েছে, তাকে উড়িয়ে দিয়ে এরকম কথাই ভারত জানিয়েছে বলে সূত্রের খবর।

শনিবার ডোনাল্ড ট্রাম্পই ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির কথা জানিয়েছিলেন সারা বিশ্বকে। এরপর রবিবার তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর সমস্যা নিয়ে কথা বলে সেই সমস্যা মেটানোর ব্যাপারে উদ্যোগী হতে পারেন বলে ভারতকে জানিয়েছেন।

উল্লেখ্য, ভারত বরাবরই বলে আসছে যে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। সুতরাং এই বিষয়ে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভারত মানবে না। ভারত পাকিস্তানের সঙ্গে একমাত্র আলোচনা করতে চায় সন্ত্রাসবাদ নির্মূল ইস্যুতে এবং জঙ্গি হস্তান্তর নিয়ে। সুতরাং জম্মু ও কাশ্মীর নিয়ে ডোনাল্ড ট্রাম্প বা অন্য কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা মানতে রাজি নয় ভারত। কাশ্মীরের যে অংশ পাকিস্তান অধিকার করে রেখেছে, তাকেও ফেরাতে চায় ভারত।
প্রসঙ্গত শনিবার ভারত-পাক দু’পক্ষের সম্মতিতে সংঘর্ষ বিরতির কথা বলা হলেও তার তিনঘন্টার মধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে ফের হামলা চালানো হয় জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায়।