• facebook
  • twitter
Saturday, 27 December, 2025

বিয়ে করে সুখে দাম্পত্য, ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত যুবককে মুক্তি দিল সুপ্রিম কোর্ট

নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়ে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত এক যুবককে মামলা থেকে অব্যাহতি দিল শীর্ষ আদালত

প্রতিনিধিত্বমূলক চিত্র

একটি বহুচর্চিত ধর্ষণ মামলায় চূড়ান্ত রায় দিতে গিয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়ে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত এক যুবককে মামলা থেকে অব্যাহতি দিল শীর্ষ আদালত। কারণ হিসেবে উঠে এসেছে—অভিযোগকারিণী ও অভিযুক্ত বর্তমানে বিবাহবন্ধনে আবদ্ধ এবং সুখে সংসার করছেন।

২০১৫ সালে সমাজমাধ্যমের মাধ্যমে ওই যুবক ও যুবতীর আলাপ হয়। ধীরে ধীরে সেই আলাপ বন্ধুত্ব ও প্রেমে রূপ নেয়। কিন্তু নানা কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। এর পর ২০২১ সালে যুবতী যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৩৭৬(২)(এন) ধারায় মামলা রুজু হয়। বিচার শেষে নিম্ন আদালত যুবককে দোষী সাব্যস্ত করে এবং ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। হাই কোর্টেও সেই সাজা বহাল থাকে।

Advertisement

এর পর সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিযুক্ত যুবক। মামলার শুনানিতে বিচারপতি বি নাগারত্ন ও বিচারপতি সতীশচন্দ্র শর্মা দু’পক্ষের বক্তব্য শোনেন এবং বিষয়টির গভীরে যান। বিচারপতিদের মতে, অভিযোগের নেপথ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি থাকতে পারে—এই ধারণা শুরু থেকেই তাঁদের ছিল। সেই অনুযায়ী আদালতের উদ্যোগে দু’পক্ষের মধ্যে আলোচনা হয় এবং দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়ে চলতি বছরের জুলাই মাসে ওই যুবক ও যুবতীর বিয়ে হয়। পরে মামলাটি ফের শুনানির জন্য উঠলে আদালত জানতে পারে, দম্পতি বর্তমানে শান্তিপূর্ণ ও স্বাভাবিক দাম্পত্য জীবন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে মামলাটি চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই বলেই মত দেয় সুপ্রিম কোর্ট এবং মামলাটি খারিজ করে দেয়।

রায়ের সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশের একটি সরকারি হাসপাতালে কর্মরত ওই যুবককে পুনরায় কাজে যোগ দেওয়ার নির্দেশও দেয় আদালত। পাশাপাশি সাসপেনশন চলাকালীন যে বেতন ও সুযোগ-সুবিধা তিনি পাননি, তা দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement