• facebook
  • twitter
Saturday, 5 October, 2024

মহালয়ায় সূর্যগ্রহণ, চোখ রাখুন নাসার ওয়েবসাইটে

ভারতের আকাশে দেখা যাবে না এই সূর্যগ্রহণ

মহালয়ায় দেখা মিলবে বছরের শেষ সূর্যগ্রহণের। ভারতের আকাশে দেখা যাবে না এই সূর্যগ্রহণ। দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে দেখা পাওয়া যাবে সূর্যগ্রহণের। ফিজি, মেক্সিকো, আর্জেন্টিনায় বসে দেখা যাবে সূর্যগ্রহণ। আটলান্টিক, ফ্রেঞ্চ পলিনেশিয়া মহাসাগর ও নিউ চিলির মানুষজনও সূর্যগ্রহণ চাক্ষুষ করতে পারবেন। ব্রাজিল, উরুগুয়ে, অ্যান্টার্কটিকাতেও ধরা পড়বে সূর্যগ্রহণের চিত্র। নিউ চিলি, পেরুর কিছু অংশেও দেখা যাবে এদিনের সূর্যগ্রহণ।

২০২৪ সালের দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণ এদিন দেখা যাবে। চলতি বছরের ৮ এপ্রিল প্রথম সূর্যগ্রহণের দেখা পাওয়া গিয়েছিল। ৮ এপ্রিলে হওয়া সূর্যগ্রহণও ভারতের আকাশে দেখা যায়নি। বুধবার দেখা মিলবে বলয়গ্রাস সূর্যগ্রহণের। চাঁদের চারপাশে আংটির আকারে সূর্যকে দেখতে পাওয়া যায়। যা হল রিং অফ ফায়ার। বিশেষত অমাবস্যায় পরিলক্ষিত হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ।

বছরের শেষ সূর্যগ্রহণ চলবে ৬ ঘণ্টারও বেশি সময় ধরে। রাত ৯টা ১৩ মিনিট থেকে ভোর ৩টে ১৭ মিনিটে পর্যন্ত চলবে এদিনের সূর্যগ্রহণ। ভারতের আকাশে সূর্যগ্রহণের কিছুই দেখা যাবে না। তবে ঘরে বসে দেখতেই পারেন সূর্যগ্রহণ। নাসার ওয়েবসাইটে চোখ রাখলেই দেখতে পাবেন সূর্যগ্রহণ। নাসার সৌজন্যে বাড়িতে থেকেই সূর্যগ্রহণের ছবি, ভিডিয়ো পেয়ে যাবেন সবাই।