অক্সিজেন প্ল্যান্ট পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া উচিৎ: মন্ত্রী অনিল ভিজ 

অনিল ভিজ বলেন, কোনও অক্সিজেন প্ল্যান্টে হঠাৎ কোন কারণে উৎপাদন বন্ধ হয়ে গেলে, মানুষকে প্রাণ দিয়ে তার দাম দিতে হবে।

Written by SNS Chandigarh | May 8, 2021 8:33 pm

প্রতীকী ছবি (Photo: IANS)

কোভিড সংক্রমণের ভয়াবহতায় হরিয়ানায় মেডিকেল অক্সিজেনের চাহিদা সাংঘাতিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। সামগ্রিক পরিস্থিতির নিরিখে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দফতরের মন্ত্রী অনিল ভিজ বলেন, দেশের সমস্ত অক্সিজেন জেনারেশন প্ল্যান্টের যাবতীয় পরিচালনা সংক্রান্ত কাজকর্ম ও নিয়ন্ত্রণের দায়িত্ব সেনাবাহিনী অথবা আধাসামরিক বাহিনীর হাতে দেওয়া উচিত। কেননা, সেনাবাহিনী অথবা আধাসামরিক বাহিনীর দায়িত্বে অক্সিজেন সরবরাহ সংক্রান্ত পুরাে বিষয়টি নিরাপদে ও নির্বিঘ্নে হওয়া সম্ভব। 

তিনি বলেন, কোনও অক্সিজেন প্ল্যান্টে হঠাৎ কোন কারণে উৎপাদন বন্ধ হয়ে গেলে, মানুষকে প্রাণ দিয়ে তার দাম দিতে হবে। কেন্দ্র সরকারের সহায়তায় রাজ্যে মােট ৬০ টি অক্সিজেন প্ল্যান্ট গঠন করা হবে। রাজ্যের যে হাসপাতালগুলােতে ৩০,৫০,১০০, ২০০ টি বেড রয়েছে, ওই হাসপাতালগুলােতে অক্সিজেন প্ল্যান্ট গঠন করা হবে। এখন রাজ্যে দৈনিক ২৫৭ মেট্রিক টন অক্সিজেন লাগছে। প্রশাসনের তরফে কেন্দ্রকে ৩০০ মেট্রিক টন অক্সিজেন পাঠানাের অনুরােধ করা হয়েছে।