২ হাজার টাকার নােট এবার ছাপবে না রিজার্ভ ব্যাংক

চলতি আর্থিক বর্ষে অর্থাৎ ২০২১-২২ সালে নুতন করে ২ হাজার টাকার নােট ছাপবে না আরবিআই। গত বুধবার আরবিআই তাদের বার্ষিক রিপাের্টে তা উল্লেখ করেছে।

Written by SNS Mumbai | May 30, 2021 12:19 am

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। (File Photo: IANS)

চলতি আর্থিক বর্ষে অর্থাৎ ২০২১-২২ সালে নুতন করে ২ হাজার টাকার নােট ছাপবে না আরবিআই। গত বুধবার আরবিআই তাদের বার্ষিক রিপাের্টে তা উল্লেখ করেছে। ২০২০-২১ সালে নােটের কাগতে জাল না হয় এই সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক। নােটের গজের জোগান কমেছে ০.৩ মতাে। যা দাঁড়ায় ২,২৩,৩০১ লাখ।

গত বছরের ৩১ মার্চ জানানাে হয়েছিল ২০০০ এবং ৫০০ টাকার নােট রয়েছে ৮৫,৭%  মত। এবার ৫০০ টাকার নােট রয়েছে ৩১১ মতাে। নােটের কাগজের জোগান কমে যাওয়ায় নুতন করে ২ হাজার টাকার নােট ছাপবেনা রিজার্ভ ব্যাংক বলে জানা গেছে।