• facebook
  • twitter
Wednesday, 6 November, 2024

প্রকাশ্যে এল শাহরুখের জওয়ান-এর প্রিভিউ।

কলকাতা:- কয়েকদিন ধরেই জওয়ান-এর প্রিভিউ দেখার জন্যে অপেক্ষারত ছিলেন শাহরুখ  ভক্তরা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল শাহরুখে ছবি জওয়ান-এর প্রিভিউ।প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই কয়েক হাজার ভিউ পেয়েছে। ট্রেলারে শাহরুখ খানের লুক ইতিমধ্যে ভক্তদের মধ্যে ঝড় তুলেছে। শুধু তাই নয়, একাধিক লুকে দেখা গিয়েছে অভিনেতাকে। এই সিনেমাতে অ্যাকশন মুডে দেখা যাবে শাহরুখ খানকে।

কলকাতা:- কয়েকদিন ধরেই জওয়ান-এর প্রিভিউ দেখার জন্যে অপেক্ষারত ছিলেন শাহরুখ  ভক্তরা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল শাহরুখে ছবি জওয়ান-এর প্রিভিউ।প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই কয়েক হাজার ভিউ পেয়েছে। ট্রেলারে শাহরুখ খানের লুক ইতিমধ্যে ভক্তদের মধ্যে ঝড় তুলেছে। শুধু তাই নয়, একাধিক লুকে দেখা গিয়েছে অভিনেতাকে। এই সিনেমাতে অ্যাকশন মুডে দেখা যাবে শাহরুখ খানকে। ছবিতে নয়নতারা এবং দিপীকা পাডুকোনের লুকেও পরিবর্তন দেখা যাবে। ট্রেলারে অভিনেতা শাহরুখ খানকে বলতে শোনা যাচ্ছে, ম্যা কৌন হু কোন নেহি! পাতা নেহি। আর এরপরেই ধীরে ধীরে অভিনেতার এন্ট্রি হচ্ছে। ছবিটিতে অভিনেত্রী নয়নতারাকে অফিসারের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে দীপিকা পাড়ুকোনের ক্যামিও চরিত্র। ছবির ট্রেলারে অভিনেত্রীকে কুস্তি করতে দেখা গিয়েছে।এর সঙ্গেই অভিনেত্রী সানিয়া মালহোত্রার এক ঝলকও দেখানো হয়েছে। একই সঙ্গে দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতিকেও অ্যাকশন করতে দেখা গিয়েছে। ট্রেলারের শেষে শাহরুখ খানকে মেট্রোর জন্যে অপেক্ষা করতে দেখা যাচ্ছে।। যেই মেট্রো আসছে তখনই মাথায় বাধা ব্যান্ডেজ খুলে ফেলছেন অভিনেতা। আর ব্যান্ডেজ খুলতেই একেবারে নতুন অবতারে দেখা যাচ্ছেন শাহরুখকে। পুরো টাক মাথা। আর এই লুক নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু সোশ্যাল মিডিয়াতে। দীর্ঘ অভিনয়ে জীবনে শাহরুখকে কখনও এই লুকে দেখতে পাওয়া যায়নি। জওয়ান-এর প্রোডাকশন শাহরুখ পত্নী গৌরি খানের। ছবিটি প্রযোজনা করেছেন অ্যাটলি এবং রেড চিলিজের ব্যানারে। আগামী ৭ই সেপ্টেম্বর বড়পর্দার মুক্তি পেতে চলেছে এই ছবিটি পাবেন। মোট তিনটি ভাষাতে রিলিজ করবে এই ছবিটি। হিন্দির পাশাপাশি তামিল-তেলেগুতেও দেখা যাবে এই সিনেমাটি। সূত্রের খবর, আগামিদিনে আরও বেশ কয়েকটি ঝলক দেখা যাবে সিনেমাটির। ইতিমধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখের পাঠান। জওয়ান-বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারবে এবার সেটাই দেখার।