দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজারের নীচে

দিল্লিতে দৈনিক সংক্রমণ নামল ৫ হাজারের নীচে। ৪২ দিন পর সংক্রমণ এতটা কমল। ৫ এপ্রিল ৫ হাজারের নীচে দিল্লিতে দৈনিক সংক্রমণ দেখা গিয়েছিল।

Written by SNS New Delhi | May 18, 2021 12:57 pm

প্রতীকী ছবি (Photo by INDRANIL MUKHERJEE / AFP)

দিল্লিতে দৈনিক সংক্রমণ নামল ৫ হাজারের নীচে। ৪২ দিন পর সংক্রমণ এতটা কমল। ৫ এপ্রিল ৫ হাজারের নীচে দিল্লিতে দৈনিক সংক্রমণ দেখা গিয়েছিল। তারপর থেকে তা ক্রমাগত বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে, লকডাউনের পথে হাঁটে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। অবশেষে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা নামল ৫ হাজারের নীচে। 

৪ হাজার ৫২৪ জন গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করােনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৪০ জনের। ৮.৪ শতাংশে নেমেছে সংক্রমণের হার। গত ১৩ মে দিল্লিতে আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৪৮৯ জন। তারপর থেকে তিনদিন আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নীচে নামতে থাকে। শনিবার সেই সংখ্যা কমে সাড়ে ৬ হাজার হয়। রবিবারও সাড়ে ৬ হাজারের নীচে ছিল আক্রান্তের সংখ্যা। তবে সোমবার সেই সংখ্যা নামল ৫ হাজারের নীচে। তবে লকডাউন এখনই তােলা হচ্ছে না।