• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

এবার এসএমএসে জানানাে হবে টিকা নেওয়ার পরের তারিখ

এসএমএসে জানানাে হবে কত তারিখে আপনি টিকা পাবেন। যদি একবার নাম নথিভুক্ত করে আপনি টিকা না পান, তাহলে আর দ্বিতীয়বার আর নাম নথিভুক্ত করতে হবে না

প্রতীকী ছবি (Photo: SNS/Deepak)

যদি আপনি নির্ধারিত দিনে টিকা নিতে না পারেন, তাহলে এসএমএসে জানানাে হবে কত তারিখে আপনি টিকা পাবেন। যদি একবার নাম নথিভুক্ত করে আপনি টিকা না পান, তাহলে আর দ্বিতীয়বার আর নাম নথিভুক্ত করতে হবে না।

কো-উইন অ্যাপে এবার যুক্ত করা হয়েছে এই নতুন ফিচার। দেশজুড়ে অভিযােগ উঠছে টিকার জন্য নাম নথিভুক্ত করা সত্ত্বেও অনেকেই নির্ধারিত দিনে টিকা পাচ্ছেন না। যদিও কেন্দ্রীয় সরকার এই অভিযােগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন।

Advertisement

Advertisement

Advertisement